WBP Jail Police Computer Literacy New Update

 

WBP Jail Police Computer Literacy New Update

West Bengal Jail Police Computer Literacy-related new update published. All instructions' certificates will be accepted.

WBP Jail Police

পশ্চিমবঙ্গ জেল পুলিশে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা সংশোধন করা হয়েছে। পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র রাজ্যের দুটি কম্পিউটার ইন্সটিটিউট এর ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। অন্যান্য ইন্সটিটিউট এর ছেলে মেয়েদের আবেদন করতে সমস্যা হচ্ছিল। সেই সমস্যার কথা মাথায় রেখে রাজ্য পুলিশ নিয়োগ বোর্ড নতুন সংশোধিত নোটিশ প্রকাশিত করেছে।

নতুন নোটিশ অনুযায়ী যে কোনো ইন্সটিটিউট এর ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার সার্টিফিকেট থাকলে এবং কম্পিউটারের জ্ঞান থাকলেই আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে নীচে লাল রঙের ডাউনলোড PDF বোতামে ক্লিক করুন।

বিশেষ দ্রষ্টব্য: কম্পিউটার সার্টিফিকেটটি অবশ্যই আবেদনের নোটিশ প্রকাশিত হওয়ার পূর্বের হতে হবে। অর্থাৎ জেল পুলিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে যারা সার্টিফিকেট পেয়েছো কিংবা পাবে তাদের সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না।

আমাদের সাথে যুক্ত থাকুন আরো অনেক অনলাইন মক টেস্টের জন্য। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে START লিখে পাঠিয়ে দিন 7865821194 নাম্বারে আর পেয়ে যান সমস্ত অনলাইন মক টেস্ট এবং চাকরির খবরাখবরের আপডেট সবার আগে নিজের হোয়াটসঅ্যাপে।

WBP Jail Police Download Notice regarding Computer Literacy


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন