ICDS Supervisor Recruitment 2019 Official Notice, Syllabus, Criteria, Online Apply
Examination For Recruitment to the post of Supervisor (Female only) of ICDS,2019 Under the Department of Women & Child Development & Social Welfare, Govt. of West Bengal. ICDS Supervisor Recruitment 2019 Details are given below...
ICDS Supervisor Recruitment 2019 Details
মোট শূন্যপদ- 2954 টি (Unreserved – 1475, SC – 650, ST – 178, OBC(A)– 296, OBC(B) – 207, PH – 89 (VH-30, HI30, OH- 29) & Meritorious Sportsperson – 59)
বেতন- 7100 থেকে 37600 গ্রেড পে 3600 টাকা।
বয়স- 01-01-2019 এর হিসেবে বয়স হতে হবে 39 বছরের মধ্যে। SC, ST, OBC ও PWD দের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
যোগ্যতা- শুধুমাত্র মহিলারাই এই পদে আবেদন করতে পারবে, গ্রাজুয়েট হতে হবে, বাংলা লিখতে ও পড়তে জানতে হবে (নেপালিরা এক্ষেত্রে ছাড় পাবে), অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন ফি- 160 টাকা+ সার্ভিস চার্জ (SC, ST ও PWD দের কোন আবেদন ফি লাগবে না)
আবেদন করার তারিখ- আবেদন শুরু হবে 14 ই মার্চ থেকে এবং আবেদন চলবে 16 এপ্রিল পর্যন্ত।