Central Armed Police Forces Recruitment 2020 for Graduates Apply Now

 


Central Armed Police Forces Recruitment 2020 এর নোটিফিকেশনে প্রকাশিত হলো। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে স্নাতকদের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, Assistant Commandant পদে নিয়োগের জন্য।

Central Armed Police Forces Recruitment 2020 for Graduates Total Vacancy

শূন্যপদ- মোট শূন্যপদ রয়েছে ২০৯টি। এর মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সে শূন্যপদ রয়েছে ৭৮টি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ১৩টি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৬৯টি, ইন্দো টিবেটান বর্ডার পুলিসে ২৭টি, সশস্ত্র সীমাবলে ২২টি।

Central Armed Police Forces Recruitment 2020 Educational Qualification

শিক্ষগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, চুড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদন করতে পারবে শর্ত সাপেক্ষে। NCC 'B' এবং 'C' সার্টিফিকেট থাকলে বাঞ্ছনীয় যোগ্যতা হিসেবে গণ্য হবে। ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্টের সময় এটি দেখা হবে।

বয়স- ১ আগস্ট ২০২০ হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য নির্দিষ্ট বয়সের ছাড় আছে।

শারীরিক মাপজোক- পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেন্টিমিটার এবং ফুলিয়ে ৮৬ সেন্টিমিটার, নিম্নতম ওজন হতে হবে 50 কেজি, বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। (বিস্তারিত নোটিফিকেশনে)। মহিলাদের জন্য উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার, ওজন ৪৬ কেজি, বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে (বিস্তারিত নোটিফিকেশনে)।

দৃষ্টিশক্তি- চশমা ছাড়া দূরের দৃষ্টি হতে হবে ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১২ অথবা দু চোখেই ৬/৯, কাছের দৃষ্টি সংশোধিত ভালো চোখে এন-৬ ও খারাপ চোখে এন-৯ কালার ভিশন থাকতে হবে। চশমা বা ল্যাসিক সার্জারির ক্ষেত্রে মায়োপিয়া থাকলে মাইনাস ৪. ডি ও হাইপারমেট্রোপিয়া থাকলে প্লাস ৪. ডির মধ্যে হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, ট্যারা চাউনি, বর্ণান্ধতা, তোতলামি থাকলে আবেদন করবেন না। টিবি বা যে-কোনো ধরনের আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, ডায়াবেটিস, হাঁপানি বা হৃদ্‌রোগের কোনো সমস্যা থাকলেও আবেদন করতে পারবেন না। শারীরিক ও মানসিক দিক থেকে পুরোপুরি সুস্থ হতে হবে।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড/ ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, মেডিকেল টেস্ট ও ইন্টারভিউয়ের ধাপ পেরিয়ে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় দুটি পেপার থাকবে, একই দিনে দুটি পেপারের পরীক্ষা হবে। পেপার ওয়ানে থাকবে ২৫০ নাম্বারের অবজেক্টিভ প্রশ্ন, নেগেটিভ মার্কিং থাকবে। পেপার টুতে থাকবে ২০০ নাম্বার। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ফিজিক্যাল ও মেডিকেলের জন্য ডাকা হবে। পুরুষ প্রার্থীদের ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়াতে হবে এবং ৩মিনিট ৪৫ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে। ৩.৫ মিটার লং জাম্প (তিন বার সুযোগে) ৭.২৬ কেজি শটপুট ৪.৫ মিটার। মহিলাদের ১৮ সেকেন্ডে ১০০ মিটার এবং ৪মিনিট ৪৫ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে। ৩ মিটার লং জাম্প দিতে হবে তিন বার সুযোগের মধ্যে।

Central Armed Police Forces Recruitment 2020 for Graduates Syllabus

সিলেবাস- পেপার ওয়ান ইংরেজি ও হিন্দিতে পরীক্ষা দেওয়া যাবে। জেনারেল এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্সে থাকবে জেনারেল মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ভারতের ইতিহাস, ভারতের ও পৃথিবীর ভূগোল। পেপার টু-তে থাকবে জেনারেল স্টাডিজ, এসে অ্যান্ড কম্প্রিহেনশন, ২০০ নম্বরের পরীক্ষা। এসে রাইটিংয়ের ক্ষেত্রে হিন্দি বা ইংরেজিতে লেখার সুযোগ থাকবে কিন্তু প্রেসি ও কম্প্রিহেনশনের ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহার করা যাবে।

আবেদন ফি- আবেদন ফি ২০০ টাকা, মহিলা, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতিhttps://www.upsconline.nic.in এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে।

Central Armed Police Forces Recruitment 2020 Exam Centres

পরীক্ষাকেন্দ্র- কলকাতা, আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, বরেলি, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, কটক, দেরাদুন, দিল্লি, ধারওয়াদ, দিসপুর, গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল, ইটানগর, জয়পুর, জম্মু, জোরহাট, কোচি, কোহিমা, লক্ষ্ণৌ, মাদুরাই, মুম্বই, নাগপুর, পানাজি (গোয়া), পাটনা, পোর্টব্লেয়ার, প্রয়াগরাজ (এলাহাবাদ), রায়পুর, রাঁচি, সম্বলপুর, শিলং, শিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরম, তিরুপতি, উদয়পুর, বিশাখাপত্তনম।

Central Armed Police Forces Recruitment 2020 Helpline Number

হেল্পলাইন নাম্বার- কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন করতে পারেন এই নম্বরে: 011-23381125/011-23385271/011-23098543.

Download Official Notification


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন