10th November Bengali Current Affairs || ১০ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

10th November Bengali Current Affairs || ১০ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.কে সম্প্রতি তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার আওয়ার্ড পেলেন?
  • প্রিয়াঙ্কা মোহিত
  • মালা ভাগ পূর্ণা
  • সন্তোষ যাদব

প্রিয়াঙ্কা মোহিত


2.নিন্মের কে সম্প্রতি মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্স 2021 জয়ী হলেনে?
  • লুইস হ্যামিলটন
  • ম্যাক্স ভার্স্টপেন
  • ড্যানিয়েল রিকিয়ার্ড
  • চার্লস লরেন্সী

ম্যাক্স ভার্স্টপেন


3.FC Barcelona নতুন প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
  • রোনাল্ড কমেন
  • জাভি হার্নান্দেজ
  • কিকে সেতিয়ান
  • কেউ নয়

জাভি হার্নান্দেজ


4. নিন্মে কে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘাসিয়ারীাণ যোজনা লঞ্চ করেন করলেন?
  • অমিত শাহ
  • পীযূষ গোয়েল
  • রাজনাথ সিং
  • অরবিন্দ কেজরিয়াল

অমিত শাহ


5. কে সম্প্রতি ওয়েস্টার্ন নেভাল কমান্ডের নতুন চিফ অফ স্টাফ নিযুক্ত হলেন?
  • রামকান্ত পটনায়ক
  • আর হরি কুমার
  • গিরিশ লুথার
  • কৃষ্ণ সম্বিনাথন

কৃষ্ণ সম্বিনাথন


6. সম্প্রতি কে প্যারিস মাস্টার্স শিরোপা জিতলেন?
  • রাফায়েল নাদাল
  • ড্যানিয়েল মেডভেদেব
  • নোভাক জকোভিচ
  • কেউ নয়

নোভাক জকোভিচ


7. কততম গোয়া মেরিটাইম কনক্লেভ 2021 শুরু হয়েছে?
  • প্রথম
  • দ্বিতীয়
  • তৃতীয়
  • চতুর্থ

তৃতীয়


8. কোন রাজ্য/ UT সম্প্রতি জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা লঞ্চ করলো?
  • দিল্লি
  • কেরালা
  • লাদাখ
  • ওড়িশা

দিল্লি


9. কোন ব্যাংক পেনশনভোগীদের জন্য ভিডিও লাইফ সার্টিফিকেট সুবিধা চালু করল?
  • অ্যাক্সিস ব্যাঙ্ক
  • ইউকো ব্যাংক
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


10. সর্বকনিষ্ঠ বোলার হিসেবে কে টি-টোয়েন্টিতে 400 টি উইকেটের মালিক হলেন?
  • রবিচন্দন অশ্বিন
  • রাশিদ খান
  • মোহাম্মদ সামি
  • ভুবনেশ্বর কুমার

রাশিদ খান


9th November Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন