14th November Bengali Current Affairs || ১৪ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

14th November Bengali Current Affairs || ১৪ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.কে আন্তর্জাতিক T20 ক্রিকেট ফরম্যাটে দ্রুত 2500 রান করেছেন?
  • জো রুট
  • রোহিত শর্মা
  • বিরাট কোহলি
  • বাবর আজম

বাবর আজম


2.FIH Junior Hockey World Cup 2021 -এ ভারতীয় পুরুষ জুনিয়র হকি দলের নেতৃত্ব কে করবে?
  • Vivek Sagar Prasad
  • Maninder Singh
  • Abhishek Lakra
  • Sudeep Chirmako

Vivek Sagar Prasad


3.একবিংশ শতাব্দীর ( 21st Century ) দীর্ঘতম চন্দ্রগ্রহন কবে সংঘটিত হবে?
  • 15 নভেম্বর
  • 16 নভেম্বর
  • 19 নভেম্বর
  • 20 নভেম্বর

19 নভেম্বর


4. National Achievement Survey ( NAS ) 2021 কবে অনুষ্ঠিত হবে?
  • 9 নভেম্বর
  • 10 নভেম্বর
  • 11 নভেম্বর
  • 12 নভেম্বর

12 নভেম্বর


5. “ World Pneumonia Day " কবে পালিত হয়?
  • ৪ নভেম্বর
  • 10 নভেম্বর
  • 11 নভেম্বর
  • 12 নভেম্বর

12 নভেম্বর


6. সম্প্রতি , প্রকাশিত ' Sunrise over Ayodhya - Nationhood in our Times ”পুস্তকটি কে লিখেছেন?
  • রাশিদ খান
  • আব্দুল নাকবি
  • সালমান খুরশিদ
  • দিকবিজয় সিং

সালমান খুরশিদ


7. নিম্নলিখিত কোন দিবসটি 11 নভেম্বর তারিখে পালিত হয়?
  • জাতীয় বিজ্ঞান দিবস
  • জাতীয় শিক্ষা দিবস
  • জাতীয় শিক্ষক দিবস
  • জাতীয় একতা দিবস

জাতীয় শিক্ষা দিবস


8. Central Industrial Security Force ( CISF ) -এর পরবর্তী ডিরেক্টর জেনারেল ( DG ) পদে কে নিযুক্ত হয়েছেন?
  • শীল বর্ধন সিং
  • অমিত সারঙ
  • অতুল করবাল
  • বিজয় মোহান্তি

শীল বর্ধন সিং


9. সম্প্রতি , দিল্লি সরকার পর্যটন সম্পর্কিত কোন মোবাইল অ্যাপটি লঞ্চ করেছ?
  • Delhi
  • Dekho Meri Dilli
  • Tour Delhi
  • Hamara Delhi

Dekho Meri Dilli


10. Ryder Cup 2021 কোন দেশ জিতেছে?
  • অস্ট্রেলিয়া
  • USA
  • UK
  • রাশিয়া

USA


10th November Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন