15th November Bengali Current Affairs || ১৫ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

15th November Bengali Current Affairs || ১5ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.'DRDO's Scientist of the Year Award ' দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে?
  • P Kunhikrishnan
  • S Somnath
  • Hemant Kumar Pandey
  • Sam Dayal Dev

Hemant Kumar Pandey


2.সম্প্রতি ‘মাইলাদুথুরাই’ কোন রাজ্যের 38 তম জেলা হিসাবে ঘোষিত হয়েছ?
  • কর্ণাটক
  • তামিলনাড়ু
  • কেরালা
  • অন্ধ্রপ্রদেশ

তামিলনাড়ু


3.Tesla -এর বর্তমান CEO কে?
  • Bill Gates
  • Elon Musk
  • Jack Ma
  • Warren Buffett

Elon Musk


4. India Meteorological Department- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  • কোলকাতা
  • নিউ দিল্লি
  • মুম্বাই
  • দেরাদুন

নিউ দিল্লি


5. ৯৬ তম তানসেন সঙ্গীত সমারোহ কোন রাজ্যে অনুষ্ঠিত হল?
  • উত্তরপ্রদেশ
  • মধ্যপ্রদেশ
  • বিহার
  • মহারাষ্ট্র

মধ্যপ্রদেশ


6. সম্প্রতি কোন রাজ্য ‘ এক জেলা এক শিল্প ’ নামক একটি অভিযান শুরু করেছে?
  • উত্তরপ্রদেশ
  • মধ্যপ্রদেশ
  • গুজরাট
  • আসাম

মধ্যপ্রদেশ


7. রাসম্প্রতি রেলওয়ে বোর্ড -এর নতুন চেয়ারম্যান এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
  • হেমন্ত কুমার পান্ডে
  • সতীশ ভ্যাস
  • সুনীত শৰ্মা
  • কোনটিই সঠিক নয়

সুনীত শৰ্মা


8. সম্প্রতি ISRO এর চেয়ারম্যান K. SIBAN -এর কার্যকর কত বছর বৃদ্ধি করা হয়েছে?
  • 1 বছর
  • 2 বছর
  • 3 বছর
  • 5 বছর

1 বছর


9. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মোবাইল App ‘ DigiNest ’ লঞ্চ করেছে?
  • হরিয়ানা
  • গুজরাট
  • কর্ণাটক
  • পাঞ্জাব

পাঞ্জাব


10. সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন কাকে উপ নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করেছেন?
  • প্রতীক শৰ্মা
  • উমেশ সিনহা
  • রবিন মিত্তল
  • হেমন্ত কুমার পান্ডে

উমেশ সিনহা


14th November Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন