16th November Bengali Current Affairs || ১৬ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

16th November Bengali Current Affairs || ১৬ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.সম্প্রতি কোথায় মহারানী লক্ষ্মীবাঈ- এর স্ট্যাচুর উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী?
  • উত্তরপ্রদেশ
  • হরিয়ানা
  • গুজরাট
  • রাজস্থান

হরিয়ানা


2.বিশ্বে প্রথম Merchant Shareholding Programme লঞ্চ করলো কোন কোম্পানী?
  • BharatPe
  • PhonePe
  • Google pay
  • Paytm

BharatPe


3.প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঞ্জাবি বিষয় বাধ্যতামূলক করলো কোন রাজ্য?
  • মহারাষ্ট্র
  • গুজরাট
  • পাঞ্জাব
  • অরুনাচলপ্রদেশ

পাঞ্জাব


4. কোন দেশের সাথে Shakti 2021 সেনা অনুশীলনের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত করছে ভারত?
  • জার্মানি
  • ফ্রান্স
  • রাশিয়া
  • ইজরায়েল

ফ্রান্স


5. 2022 COP27 United Nations Climate Change Conference হোস্ট করবে কোন দেশ?
  • জাপান
  • তানজানিয়া
  • অস্ট্রেলিয়া
  • ইজিপ্ট

ইজিপ্ট


6. ৫ বছরের জন্য International Law Commission- এ নির্বাচিত হলেন কে?
  • বিমল প্যাটেল
  • বিমল শৰ্মা
  • বিমল কৌর
  • বিমল চৌধুরী

বিমল প্যাটেল


7. রাজ্যসভার সেক্রেটারী জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
  • রাজীব গৌবা
  • রামাচারজুলু
  • প্রমোদ চন্দ্র মোদী
  • বিবেক বর্মন

প্রমোদ চন্দ্র মোদী


8. কোন দেশের সেনা প্রধানকে ' General of Indian Army ' পদে সম্মানিত করলেন রামনাথ কোবিন্দ?
  • নেপাল
  • চীন
  • ভুটান
  • বাংলাদেশ

নেপাল


9. সম্প্রতি Birmingham 2022 Commonwealth Games- এ এবার নতুন কোন খেলা প্রথম অন্তর্ভুক্ত হচ্ছে?
  • পুরুষ ক্রিকেট
  • কাবাডি
  • স্কেটিং
  • মহিলা ক্রিকেট

মহিলা ক্রিকেট


10. "Unshackling India" শিরোনামে বই লিখলেন কারা?
  • সলমন খুরশিদ ও চেতন ভগৎ
  • আদিল কুমার ও বিপ্লব সমাদ্দার
  • সুবর্ণ সিং ও মনোতোষ পান্ডে
  • অজয় চিব্বার ও সালমান আনিস

অজয় চিব্বার ও সালমান আনিস


15th November Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন