Daily Bengali Current Affairs |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।
আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।
আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।
সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।
18th November Bengali Current Affairs || ১৮ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স
1.আইসিসি পুরুষ টি - টুয়েন্টি বিশ্বকাপ 2024 সালে কোথায় অনুষ্ঠিত হবে?
- আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ
- ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
- ভারত ও বাংলাদেশ
- পাকিস্তান ও শ্রীলংকা
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ
2.ভারতের প্রথম কোথায় প্রথম ফুড মিউজিয়াম স্থাপন করা হল?
- চেন্নাই
- থাঞ্জাভুর
- ভুবনেশ্বর
- ব্যাঙ্গালোর
থাঞ্জাভুর
3.SITMEX – 21 নামে ত্রিপক্ষীয় সামুদ্রিক মহড়া কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?
- ভারত , বাংলাদেশ এবং রাশিয়া
- ভারত , সিঙ্গাপুর এবং থাইল্যান্ড
- ভারত , জাপান এবং সিঙ্গাপুর
- ভারত , শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া
ভারত , সিঙ্গাপুর এবং থাইল্যান্ড
4. ভারত অ্যান্টার্কটিকায় কততম বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে?
- 41 তম
- 45 তম
- 46 তম
- 395 তম
41 তম
5. কোন রাজ্যের শিক্ষা দপ্তর Gold SKOCH Award জিতলো?
- কেরালা
- পশ্চিমবঙ্গ
- উত্তর প্রদেশ
- মধ্যপ্রদেশ
পশ্চিমবঙ্গ
6. মায়ানমারে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?
- বিনয় কুমার
- রবি শ্রীবাস্তব
- অনুপ রায়
- অনুপ সান্যাল
বিনয় কুমার
7. The Disruptor : How Vishwanath Pratap Singh Shook India ' কে লিখেছেন?
- রতন মুখার্জী
- দেবাশীষ মুখার্জী
- চেতন ভগত
- বিমল সান্যাল
দেবাশীষ মুখার্জী
8. ভারতের কোথায় প্রথম ঘাস সংরক্ষক এর উদ্বোধন করা হল?
- সিমলা
- নৈনিতাল
- গ্যাংটক
- রানিক্ষেত
রানিক্ষেত
9. কোন ভারতীয় শহর IQAir বায়ুর গুণমান এবং দূষণ শহরের স্থান 2021 - এ শীর্ষে রয়েছে?
- কলকাতা
- দিল্লি
- মুম্বাই
- চেন্নাই
দিল্লি
10. সাহিত্যের জন্য কোন লেখক 2021 JCB পুরস্কার পেলেন?
- কিরন মজুমদার
- এম মুকুন্দন
- নরেন্দ্রন চৌধুরী
- এস স্যানাল
এম মুকুন্দন
16 November Bengali Current Affairs