Daily Bengali Current Affairs |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।
আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।
আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।
সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।
19th November Bengali Current Affairs || ১৯ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স
1.নিম্নের কোথায় সম্প্রতি ভারতের প্রথম ফুড মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে?
- পাঞ্জাব
- হরিয়ানা
- তামিলনাডু
- মহারাষ্ট্র
তামিলনাডু
2.ভারতের কোথায় প্রথম " Grass Conservatory " তৈরি করা হয়েছে?
- আসাম
- ঝাড়খন্ড
- জম্মু ও কাশ্মীর
- উত্তরাখন্ড
উত্তরাখন্ড
3.নিম্নের কাকে মরণোত্তর কর্ণাটক রত্ন পুরস্কারে সম্মানিত করা হবে?
- চিরঞ্জীবী সারজা
- পুনীত রাজকুমার
- সঞ্চারী বিজয়
- কেউ নয়
পুনীত রাজকুমার
4. নিম্নের কোনটি সম্প্রতি ভারতের প্রথম নিউমোটাচ ভিত্তিক পোর্টেবল , ওয়্যারলেস স্পিরোমিটার লঞ্চ করলো?
- Ranbaxy
- Cipla
- ITC Limited
- Apollo
Cipla
5. আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিম্নের কাকে নিযুক্ত করা হয়েছে?
- সৌরভ গঙ্গোপাধ্যায়
- অনিল কুম্বল
- এম এস ধোনি
- রাহুল দ্রাবিড়
সৌরভ গঙ্গোপাধ্যায়
6. কোনটি বিশ্বের উচ্চতম যানবাহন চলাচল যোগ্য সড়ক নির্মাণের জন্য গিননেস বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেয়েছে?
- PWD
- BDO
- BRO
- কোনটি নয়
BRO
7. নিম্নের কোথায় সম্প্রতি ভারতের প্রথম ফিশারিজ বিজনেস ইনকিউবেশন সেন্টার চালু হয়েছে?
- হারিয়ানা
- কেরলা
- গুজরাট
- মিজোরাম
হারিয়ানা
8. কোন ব্যাংক সম্প্রতি ' Indus Merchant Solutions ' অ্যাপ লঞ্চ করলো?
- Axis Bank
- IndusInd Bank
- HDFC Bank
- IDBI Bank
IndusInd Bank
9. বিশ্ব ব্যাংক ও কোনটি যুক্ত হয়ে সম্প্রতি We POWER India PartnershipForum Forum লঞ্চ করলো?
- NABARD
- ADB
- WHO
- RBI
ADB
10. সম্প্রতি " কাইজার - ই - হিন্দ " প্রজাপতিকে কোন রাজ্যের রাজ্য প্রজাপতি হিসাবে স্বীকৃতি দেওয়া হল?
- মেঘালয়
- কেরালা
- পশ্চিমবঙ্গ
- অরুনাচলপ্রদেশ
অরুনাচলপ্রদেশ
18 November Bengali Current Affairs