30th November Bengali Current Affairs || ৩০ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

30th November Bengali Current Affairs || ৩০ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.কোন রাজ্য National multidimensional poverty index 2021 এ প্রথম স্থানে রয়েছে?
  • উত্তরপ্রদেশ
  • উত্তরাখন্ড
  • বিহার
  • ঝাড়খণ্ড

বিহার


2.Bangladesh Liberation @ 50 years : ' Bijoy ' with Synergy , India - Pakistan war 1971 ' বইটি কে প্রকাশ করলেন?
  • মনোজ মুকুন্দ নারাভানে
  • জেনারেল বিপিন রাওয়াত
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
  • বেঙ্কাইয়া নাইডু

মনোজ মুকুন্দ নারাভানে


3.Hero MotoCorp এর non - executive ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
  • রবি কুমার
  • অমিত সান্যাল
  • উর্জিত প্যাটেল
  • রজনীশ কুমার

রজনীশ কুমার


4. কোন রাজ্যে cherry blossom festival 2021 অনুষ্ঠিত হলো?
  • মনিপুর
  • তামিলনাড়ু
  • উত্তর প্রদেশ
  • মেঘালয়

Cipla


5. ভারতীয় রেলওয়ে কোন রাজ্যে বিশ্বের সবচেয়ে উঁচু pier Bridge নির্মাণ করছে?
  • মেঘালয়
  • মনিপুর
  • নাগাল্যান্ড
  • আসাম

মনিপুর


6. Petr Fiala কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
  • কানাডা
  • ঘানা
  • চেক রিপাবলিক
  • ক্রোয়েশিয়া

চেক রিপাবলিক


7. Indian mountaineering foundation এ সভাপতি পদে প্রথম কোন মহিলা নিযুক্ত হলেন?
  • রীনা স্যানাল
  • হর্ষবর্ত্তী বিষ্ট
  • অরুন্ধতী রায়
  • সোমা বিষ্ট

হর্ষবর্ত্তী বিষ্ট


8. ইউক্রেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?
  • হর্ষকুমার জৈন
  • অরূপ শ্রীবাস্তব
  • অরূপ সান্যাল
  • রবীন্দ্রন স্যানাল

হর্ষকুমার জৈন


9. কোন ব্যাঙ্ক UPI পেমেন্ট সার্ভিস প্রদান করতে Amazon Pay এর সঙ্গে পার্টনারশিপ গড়লো?
  • Yes Bank
  • Axis Bank
  • HDFC Bank
  • ICICI Bank

Yes Bank


10. সম্প্রতি কোন দেশে ওমিক্রন নামে করোনাভাইরাসের মিউটেশন লক্ষ্য করা গেছে?
  • জাপান
  • ঘানা
  • দক্ষিণ আফ্রিকা
  • রাশিয়া

দক্ষিণ আফ্রিকা


19th November Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন