9th November Bengali Current Affairs || ৯ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

 

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

9th November Bengali Current Affairs || ৯ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.আগস্ট মাসে (UNSC) এর সভাপতিত্ব করে কোন দেশ?
  • চীন
  • ভারত
  • আমেরিকা
  • রাশিয়া

ভারত


2. 2022সালে “In An Ideal World” শিরোনামে বই রিলিজ করতে চলেছে কে?
  • কুনাল বসু
  • শম্ভু মিত্র
  • সমর সেন
  • মহাশ্বেতা দেবী

কুনাল বসু


3.দক্ষিণী সুপারস্টার পুনিত রাজকুমারের অভিনীত প্রথম ছবির নাম কী?
  • রাজকুমার
  • আপ্পু
  • পাওয়ার
  • মিলানা

আপ্পু


4. সম্প্রতি Adidas এর গ্লোবাল ব্র্যান্ড আম্বাসেডোর নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?
  • দীপিকা পাড়ুকোন
  • কারিনা কপুর
  • বিদ্যা ব্যালন
  • প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকা পাড়ুকোন


5. সম্প্রতি 51তম দাদাসাহেব ফালকে আওয়ার্ড পেলেন কোন অভিনেতা?
  • অমিতাভ বচ্চন
  • সেফ আলী
  • রণবীর কাপুর
  • রজনীকান্ত

রজনীকান্ত


6. FIFA Ranking 2021 অনুযায়ী ভারতের স্থান কত?
  • 56
  • 106
  • 55
  • 105

106


7. সম্প্রতি “Shijian -21” নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?
  • ভারত
  • ফ্রান্স
  • জাপান
  • চীন

চীন


8. সম্প্রতি Barbados -এর প্রথম প্রেসিডেন্ট হলেন কে?
  • Elizabeth
  • Dame Sandra Mason
  • Demi Lavato
  • Danial Cage

Dame Sandra Mason


9. Pakistan এর পাশাপাশি FATF এর ‘ গ্রে লিস্ট ’ যে যুক্ত হলেন কোন দেশ?
  • নেপাল
  • কেনেডা
  • তুর্কি
  • ভারত

তুর্কি


10. সম্প্রতি কোথাকার লবঙ্গ GI ট্যাগ পেয়েছে?
  • মহারাষ্ট্র
  • পশ্চিমবঙ্গ
  • কন্যাকুমারী
  • নাগাল্যান্ড

কন্যাকুমারী


10th November Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন