Important National Parks of India Free PDF in Bengali || ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান

 

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

আজ আমরা আবার তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ PDF নিয়ে হাজির হয়েছি। Important National Parks of India Free PDF টি বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশা করছি Important National Parks of India Free PDF টিও তোমাদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সহযোগী হবে।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও আমাদের অনলাইন মক টেস্ট গুলোতে অংশগ্রহণ করতে পারো আশা করছি এই অনলাইন মক টেস্ট গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

Important National Parks of India

এখানে কিছু বাছাই করা জাতীয় উদ্যান সম্পর্কে লেখা হলো নীচে পুড়ো PDF টি দেওয়া হয়েছে।

  1. কাজিরাঙা জাতীয় উদ্যান- আসাম রাজ্যে অবস্থিত 1905, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এছাড়াও রয়েছে বেঙ্গল টাইগার, হাতি, বন্য জলমহিষ, বারশৃঙ্গার।
  2. জিম করবেট জাতীয় উদ্যান- 1936 সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়, বিপন্ন বাংলার বাঘকে রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়।
  3. সিমলিপাল জাতীয় উদ্যান- 1980 সালে উড়িষ্যায় প্রতিষ্ঠিত হয়, বন বিড়াল, বাঘ, হাতি সংরক্ষণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়।
  4. বন্দীপুর জাতীয় উদ্যান- 1974 সালে কর্ণাটকে প্রতিষ্ঠিত হয়, বাঘ সংরক্ষণ এখানকার মূল উদ্দেশ্য।
  5. জলদাপাড়া জাতীয় উদ্যান- 2012 সালে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে প্রতিষ্ঠিত, একশৃঙ্গ গন্ডার এখানকার বিশেষত্ব এছাড়াও রয়েছে হাতি, হরিণ, বাঘ ইত্যাদি।
  6. গরুমারা জাতীয় উদ্যান- 1994 সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিষ্ঠিত হয়, গোরুমারায় হাতি, গণ্ডার, গউর, হরিণ, বুনো শুয়োর, ময়ূর প্রভৃতি পশুপাখি রয়েছে।
  7. দুধওয়া জাতীয় উদ্যান- 1977 সালে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত , বাঘ বরা হরিণ প্রভৃতির জন্য বিখ্যাত।
ডাউনলোড করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন