Indian Constitution Question Answer |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আপানাদের সাহায্য করতে পেরে এবং আপনাদের অভিবাদন পেয়ে আমরা আপ্লুত। আপনাদের এক একটি শেয়ার আমাদের আরো বেশি উৎসাহিত করে, তাই শেয়ার করতে থাকুন আমারা আরো ভালো ভালো PDF এবং Mock Test নিয়ে হাজির হচ্ছি।
আজকে আমার Indian Constitution Question Answer Free PDF নিয়ে হাজির হয়েছি। এই PDF বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা যেমন WBCS, PSC, WBP, Railway আরো বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেওয়া হয়েছে।
এই Indian Constitution Question Answer Free PDF টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়েছে। আশা করছি এই PDF টি সকলের উপকারে আসবে। আরো এই ধরনের PDF, চাকরির খবর, অনলাইন মক টেস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন।
Indian Constitution 100 Question Answer PDF Sample
১) ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে?
- => লোকসভার স্পিকার।
২) রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন?
- => রাজ্যপাল।
৩) পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল?
- => ১৯৬২ সালে ১লা জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী মৃত্যুর কারণে সাতদিনের জন্য, এর পরে ১৯৬৮ সালে ২০ই ফেব্রুয়ারি ১ বছর ৫দিন রাষ্ট্রপতি শাসন জারি ছিল। ১৯৭০ সালে ১৯এ মার্চ ১ বছর ১৪ দিন জারি ছিল, শেষ ১৯৭১ সালে ২৮এ জুন ২৬৫ দিন রাষ্ট্রপতি শাসন জারি ছিল।
৪) ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
=> লোকসভার স্পিকার।
৫) ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকার বিরোধী যে কোন আইনকে বাতিল করার?
- => ১৩(২) ধারা।
৬) রাষ্ট্রপতি অর্ডিনেন্স সর্বাধিক কতদিন বলবৎ থাকে?
- => ৬ মাস।
৭) কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন?
- => রাষ্ট্রপতি।
৮) ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে?
- => পার্লামেন্ট।
৯) রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান?
- => হাইকোর্টের প্রধান বিচারপতি।
১০) বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করে ছিল?
- => আমেরিকা
Download Indian Constitution 100 Question Answer PDF
File Details
Name of the File- ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব-১.pdf
Size- 1MB
Number of Pages- 13
Language- Bengali