পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার বিগত বছর গুলোর প্রশ্নপত্র |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
আজ আমরা তোমাদের জন্য এখানে WBP SI Previous Year Question Papers PDF শেয়ার করছি। এখানে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার বিগত দুই বছরের প্রশ্নপত্র পেয়ে যাচ্ছো। 2018 এবং 2019 সালের WBP SI পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রের লিঙ্ক গুলো নীচে শেয়ার করা হল।
এই প্রশ্নপত্র গুলো থেকে তোমরা সাব ইন্সপেক্টর পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় সে বিষয়ে একটি সচ্ছ ধারণালাভ করতে পারবে এবং তোমাদের প্রস্তুতিকে সেইপথে এগিয়ে নিয়ে যেতে পারবে।
আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।
আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।
সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই প্রশ্নপত্র গুলো দেখতে পারো পারো আশা করছি এই প্রশ্নপত্র গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।
WBP SI Preliminary Previous Year Question Papers PDF Download
Year | Download Link |
---|---|
2018 | Click Here |
2019 | Click Here |