1st December Bengali Current Affairs || ১লা ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

1st December Bengali Current Affairs || ১লা ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.ভারতের কোন ব্যাঙ্ক প্রথম পুনর্ব্যবহারযোগ্য PVC প্লাস্টিক থেকে তৈরি প্রথম ক্রেডিট কার্ড লঞ্চ করল?
  • HDFC Bank
  • Axis Bank
  • ICICI Bank
  • HSBC Bank

HSBC Bank


2."Indian Innings : The Journey of Indian Cricket from 1947 " বইটির লেখক কে?
  • তরুন দেবনাথ
  • চেতন ভগত
  • আয়াজ মেমন
  • অজয় মেমন

আয়াজ মেমন


3.বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
  • 30 নভেম্বর
  • 1 ডিসেম্বর
  • 29 নভেম্বর
  • 28 নভেম্বর

1 ডিসেম্বর


4. পর্যটনের প্রচার এর জন্য কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম Aharbal Festival অনুষ্ঠিত হলো?
  • জম্মু - কাশ্মীর
  • সিকিম
  • রাজস্থান
  • লাদাখ

জম্মু - কাশ্মীর


5. India International science festival কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
  • গোয়া
  • রাজস্থান
  • তামিলনাড়ু
  • ওড়িশা

গোয়া


6. কোন শব্দ 2021 word of the year হিসাবে নামাঙ্কিত হল আমেরিকান প্রকাশনা সংস্থা Merriam Webster দ্বারা?
  • Covishield
  • NFT
  • Vaccine
  • Covid

Vaccine


7. কোন দেশে বিশ্বের প্রথম ভাসমান শহর তৈরি হতে চলেছে?
  • দক্ষিণ কোরিয়া
  • উত্তর কোরিয়া
  • জাপান
  • সৌদিআরব

দক্ষিণ কোরিয়া


8. Central board of indirect tax and customs এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
  • অনুপ সেনগুপ্ত
  • রতন চৌধুরী
  • অনুপম শ্রীবাস্তব
  • বিবেক জোহরি

বিবেক জোহরি


9. NCC 28 শে নভেম্বর কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?
  • 72 তম
  • 73 তম
  • 75 তম
  • 76 তম

73 তম


10. সম্প্রতি 10. TWITTER কোম্পানির CEO পদে কে নিযুক্ত হলেন?
  • পরাগ আগারওয়াল
  • অনুপম চৌধুরী
  • রতন সান্যাল
  • পরাগ চৌধুরী

পরাগ আগারওয়াল


30th November Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন