2nd December Bengali Current Affairs || ২রা ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

2nd December Bengali Current Affairs || ২রা ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.কোন তারকা ফুটবলার সপ্তম বারের জন্য ব্যালন ডি'অর জিতলেন?
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • জর্জ লুইজ ফ্রেলো ফিলহো
  • রবার্ট লেভান্ডোস্কি
  • লিওনেল মেসি

লিওনেল মেসি


2. বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?
  • রাজস্থান
  • অন্ধ্রপ্রদেশ
  • অরুণাচল প্রদেশ
  • গোয়া

অরুণাচল প্রদেশ


3.National defence college এর প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন?
  • মনোজ মুকুন্দ নারাভানে
  • মনোজ কুমা মাগো
  • বিপিন রাওয়াত
  • মনোজ সিং

মনোজ কুমা মাগো


4. 1লা ডিসেম্বর বর্ডার সিকিউরিটি ফোর্স কততম প্রতিষ্ঠা দিবস পালন করল?
  • 57 তম
  • 56 তম
  • 55 তম
  • 54 তম

57 তম


5. "Democracy , Politics and Governance" বইটির লেখক কে?
  • ড:এ সূর্য প্রকাশ
  • সুধীর নায়েক
  • অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়
  • অনুরাগ সিং ঠাকুর

ড:এ সূর্য প্রকাশ


6. প্রথম ভারতীয় হিসাবে কোন খেলোয়াড় Malaysian open squash championship 2021 জিতলেন?
  • আইফা আজমান
  • জোসনা চিনাপ্পা
  • সৌরভ ঘোষাল
  • মহেশ মানগাওঙ্কর

সৌরভ ঘোষাল


7. কোন রাজ্যের পুলিশ " Call your cop নামে মোবাইল অ্যাপ লঞ্চ করল?
  • মনিপুর
  • মেঘালয়
  • আসাম
  • নাগাল্যান্ড

নাগাল্যান্ড


8. সম্প্রতি ভারতের কোন শহরে রোপওয়ে পরিষেবা চালু হতে চলেছে?
  • গান্ধীনগর
  • বারানসী
  • পানাজি
  • লখনৌ

বারানসী


9. Zhongxing - 1D নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?
  • জাপান
  • জার্মানি
  • আমেরিকা
  • চীন

চীন


10. পর্যটন বিভাগ বৃদ্ধির করার জন্য " STREET " প্রজেক্ট লঞ্চ করল কোন রাজ্য সরকার?
  • রাজস্থান
  • কেরালা
  • উত্তর প্রদেশ
  • মধ্যপ্রদেশ

কেরালা


1st December Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন