Daily Bengali Current Affairs |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।
আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।
আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।
সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।
3rd December Bengali Current Affairs || ৩রা ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স
1.ম্যাগডালেনা অ্যান্ডারসন কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন?
- সুইজারল্যান্ড
- সুইডেন
- সুদান
- জর্ডান
সুইডেন
2. GUVI এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
- স্মৃতি মন্ধনা
- রানী রামপাল
- বন্দনা কাটারিয়া
- সুনীল ছেত্রী
স্মৃতি মন্ধনা
3.কোন দেশ বিশ্বের নতুন প্রজাতন্ত্র হয়ে ওঠেছে?
- বার্বাডোস
- আলবানিয়া
- ঘানা
- আর্মেনিয়াি
বার্বাডোস
4. কোন দিনটি প্রত্যেক বছর " জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস হিসেবে পালিত হয়?
- 1 ডিসেম্বর
- 2 ডিসেম্বর
- 3 ডিসেম্বর
- 4 ডিসেম্বর
2 ডিসেম্বর
5. 1লা ডিসেম্বর BSF কত তম প্রতিষ্ঠা দিবস পালন করলো?
- 86
- 57
- 50
- 73
57
6. পর্যটনের প্রচারের জন্য কোথায় প্রথম " আহাবল ফেস্টিভাল " আয়োজিত হল?
- সিমলা
- ইটানগর
- জম্মু ও কাশ্মীর
- লাদাখ
জম্মু ও কাশ্মীর
7. বিবেক জোহরি সম্প্রতি নিম্নের কোনটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন?
- CBDT
- NABARD
- CBIC
- ISRO
CBIC
8. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি পেনশন ভোগীদের জন্য Face Recognition Technology চালু করেছেন?
- পীযূষ গোয়েল
- ধর্মেন্দ্র প্রধান
- ডঃ জিতেন্দ্র সিং
- ভূপেন্দ্ৰ যাদব
ডঃ জিতেন্দ্র সিং
9. ADB সম্প্রতি নিম্নের কোন রাজ্যে মানসম্পন্ন জল সরবরাহ এবং স্যানিটেশন পরিষেবাগুলি উন্নত করতে $ 125 মিলিয়ন ঋণ অনুমোদন করেছ?
- উত্তরাখণ্ড
- রাজস্থান
- ওড়িশা
- পশ্চিমবঙ্গ
উত্তরাখণ্ড
10. 2021 সালে 1 ডিসেম্বর নাগাল্যান্ড কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?
- 55 তম
- 56 তম
- 58 তম
- 59 তম
59 তম
2nd December Bengali Current Affairs