4th December Bengali Current Affairs || ৪ঠা ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

4th December Bengali Current Affairs || ৪ঠা ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়?
  • ০২ ডিসেম্বর
  • 01 ডিসেম্বর
  • ০৩ ডিসেম্বর
  • কোনটিই নয়

০৩ ডিসেম্বর


2. কোন দেশ 2030 সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে?
  • কঙ্গো
  • দক্ষিণ সুদান
  • মরক্কো
  • কোনটিই নয়

দক্ষিণ সুদান


3. সশস্ত্র বাহিনী পতাকা দিবস কর্পোরেট কোথায় সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
  • মুম্বাই
  • চেন্নাই
  • নয়াদিল্লি
  • কোনটিই নয়

নয়াদিল্লি


4. ভারত এবং কোন দেশ 06 ডিসেম্বর 'বন্ধু দিবস' হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে?
  • চীন
  • জাপান
  • বাংলাদেশ
  • কোনটিই নয়

বাংলাদেশ


5. কোন ব্যাঙ্ক আদানি ক্যাপিটাল লিমিটেডের সাথে কৃষকদের সহ-ঋণ দেওয়ার জন্য চুক্তি করেছে?
  • PNB
  • SBI
  • BOB
  • কোনটিই নয়

SBI


6. কোন রাজ্য সরকার জার্মানির ব্যাভারিয়ান বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করেছে?
  • কর্ণাটক
  • ওড়িশা
  • মধ্যপ্রদেশ
  • কোনটিই নয়

কর্ণাটক


7. মানসম্মত শিক্ষার জন্য ভারত সরকার কোন ব্যাঙ্কের সাথে 3752 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে?
  • NDB
  • বিশ্বব্যাংক
  • ADB
  • কোনটিই নয়

ADB


8. কোন ব্যাংক "ফার্স্ট প্রাইভেট ইনফিনিট কার্ড" চালু করার ঘোষণা দিয়েছে?
  • এইচডিএফসি ব্যাঙ্ক
  • IDFC ফার্স্ট ব্যাঙ্ক
  • আইসিআইসিআই ব্যাঙ্ক
  • কোনটিই নয়

IDFC ফার্স্ট ব্যাঙ্ক


9. ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার 40তম সংস্করণে কোন রাজ্য স্বর্ণপদক জিতেছে?
  • উত্তরাখণ্ড
  • ঝাড়খণ্ড
  • ওড়িশা
  • বিহার

বিহার


10. ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের পরিচালক হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?
  • বিজয় শেখর
  • পবন কুমার এক্সটি
  • প্রতীক সিনহা
  • কোনটিই নয়

পবন কুমার এক্সটি


3rd December Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন