5th December Bengali Current Affairs || ৫ই ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

5th December Bengali Current Affairs || ৫ই ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.কোন রাজ্যের পুলিশ 'প্রেসিডেন্ট কালার অ্যাওয়ার্ড'-এ সম্মানিত হয়েছে?
  • রাজস্থান
  • হরিয়ানা
  • হিমাচল প্রদেশ
  • মধ্যপ্রদেশ

হিমাচল প্রদেশ


2. ফিনটেক ফার্ম কিনারা ক্যাপিটা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে?
  • শিখর ধাওয়ান
  • রবীন্দ্র জাদেজা
  • ভিকি কৌশল
  • বিরাট কোহলি

রবীন্দ্র জাদেজা


3. হর্নবিল উৎসব কোথায় পালিত হয়েছে?
  • ওড়িশা
  • অন্ধ্রপ্রদেশ
  • নাগাল্যান্ড
  • উত্তর প্রদেশ

নাগাল্যান্ড


4. সর্বভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলন কোথায় শুরু হয়েছে?
  • পুনে
  • নাসিক
  • মুম্বাই
  • কলকাতা

নাসিক


5. IMF এর প্রথম উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
  • নরোত্তম সেখসারিয়া
  • মনোজ কুমার মাগো
  • গীতা গোপীনাথ
  • নীল রায়

গীতা গোপীনাথ


6. কোন প্রতিমন্ত্রী পেনশনভোগীদের জন্য অনন্য মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু করেছেন?
  • এমএস রেড্ডি
  • জিতেন্দ্র সিং
  • হরদীপ সিং পুরী
  • বিনয় চৌধুরী

জিতেন্দ্র সিং


7. কে 7তম 'ডক্টর এমএস স্বামীনাথন পুরস্কার' জিতেছেন?
  • আয়াজ মেমন
  • পিএন সুদর্শন
  • ভি প্রবীণ রাও
  • হেমন্ত সরেন

ভি প্রবীণ রাও


8. সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, 'প্লাস্টিক বর্জ্য' উৎপাদনে শীর্ষে কে?
  • চীন
  • ভারতবর্ষ
  • জাপান
  • আমেরিকা

আমেরিকা


9. রফিকুল ইসলাম সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন?
  • লেখক
  • কবি
  • সাংবাদিক
  • বুদ্ধিজীবি

কবি


10. 'ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন'-এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
  • বিজয় শেখর
  • স্মৃতি ইরানি
  • পীযূষ গয়াল
  • সম্বিত পাত্র

সম্বিত পাত্র


4th December Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন