6th December Bengali Current Affairs || ৬ই ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

6th December Bengali Current Affairs || ৬ই ডিসেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1.সম্প্রতি আন্তর্জাতিক ব্যাংক দিবস কবে পালিত হল?
  • 03 ডিসেম্বর
  • 02 ডিসেম্বর
  • 04 ডিসেম্বর
  • 05 ডিসেম্বর

04 ডিসেম্বর


2. অর্থনৈতিক সহযোগিতার জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে চার দফা প্যাকেজ প্রস্তুত করেছে?
  • নেপাল
  • বাংলাদেশ
  • ভুটান
  • শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা


3. সম্প্রতি BWF পুরুষদের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
  • জিমো
  • তাই চিং
  • ভিক্টর অ্যাক্সেলসন
  • কোনটিই নয়

ভিক্টর অ্যাক্সেলসন


4. কোন দেশ সম্প্রতি 80টি ফরাসি তৈরি রাফাল যুদ্ধবিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?
  • চীন
  • জাপান
  • UAE
  • তুর্কি

UAE


5. সম্প্রতি দেশে নির্মিত প্রথম সার্ভার চালু করা হয়েছে, এর নাম কী?
  • সক্ষম
  • রুদ্র
  • প্রথম
  • পেখম

রুদ্র


6. সম্প্রতি রতন টাটা কোন রাজ্যের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন?
  • আসাম
  • ওড়িশা
  • মধ্যপ্রদেশ
  • পশ্চিমবঙ্গ

আসাম

* ভারতের একমাত্র সোনালী বাঘ দেখা যায়।

* আসামের লোকনৃত্য বিহু, বাগরুম্বা, ভোরাল, ঝুমুর।


7. সম্প্রতি 2021 এশিয়া যুব প্যারালিম্পিকে কাশিশ লাকরা কোন পদক জিতেছে?
  • ব্রোঞ্জ
  • রৌপ্য়
  • স্বর্ণ
  • প্লাটিনাম

স্বর্ণ


8. সম্প্রতি, কোন বছর নাগাদ কেন্দ্রীয় সরকার 10500 টি ঔষধি কেন্দ্র খোলার লক্ষ্য নির্ধারণ করেছে?
  • 2028
  • 2025
  • 2027
  • 2023

2025


9. সম্প্রতি কোন রাজ্যে নথি নিবন্ধন ব্যবস্থা এবং বন অধিকার আবেদন চালু করা হয়েছে?
  • ঝাড়খণ্ড
  • উত্তরপ্রদেশ
  • ত্রিপুরা
  • কেরালা

ত্রিপুরা


10. সম্প্রতি NARCL এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন?
  • পবন কুমার
  • প্রদীপ শাহ
  • প্রতীক সিনহা
  • পবন শাহ

প্রদীপ শাহ


5th December Bengali Current Affairs


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন