WBP SI Online Mock Test |
নমস্কার বন্ধুরা,
আজ আমরা পুলিশ সাব ইন্সপেক্টর কুইজ পর্ব-৮ এর আয়োজন করেছি, সিলেবাস অনুযায়ী 25 টি প্রশ্ন নিয়ে এই মক টেস্টটি তৈরি করা হয়েছে। আগত WBP Constable এবং WBP SI পরীক্ষার জন্য এই কুইজ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো এই ধরনের কুইজ এবং মক টেস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন। কুইজটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
সামনেই WBP SI পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই অনলাইন কুইজ গুলোতে অংশগ্রহণ করতে পারো আশা করছি এই কুইজ গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।
আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।
আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।
WBP SI Online Quiz Part-8 || পুলিশ সাব ইন্সপেক্টর কুইজ পর্ব-৮
প্রতিটি প্রশ্নের জন্য 60 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উত্তরটিতে ক্লিক করুন এবং Next Question বোতামে ক্লিক করুন। আপনার উত্তর সঠিক হলে উত্তরটি সবুজ হবে এবং উত্তরটি ভুল হলে লাল হবে সেক্ষেত্রে সঠিক উত্তরটি সবুজ রঙে দেখতে পাবেন। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে See Your Result বোতামে ক্লিক করুন।
Time's Up
score: