Daily Bengali Current Affairs |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।
10th February Bengali Current Affairs || ১০ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
- রোহিত মিশ্র
- সঞ্জীব মেহতা
- এস. কিশোর
- অনীশ কুমার
উত্তরঃ এস. কিশোর
*স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয় - 1975 সালে।
*প্রধান কার্যালয় - New Delhi, India
*যে পরীক্ষা গুলো স্টাফ সিলেকশন কমিশন অর্গানাইজ করে –
১. SSC Combined Graduate Level Examination (SSC CGL)
২. SSC Combined Higher Secondary Level Exam (SSC CHSL)
৩. Junior Engineer
৪. Junior Hindi Translator
৫. SSC GD Constable
৬. SSC Multitasking Staff
৭. Selection Post
৮. SI (Central Police Organization)
৯. Stenographer C & D
- পশ্চিমবঙ্গ
- কর্ণাটক
- হরিয়ানা
- মহারাষ্ট্র
উত্তরঃ হরিয়ানা
*সুদূর অতীতে বর্তমান হরিয়ানা ভূখণ্ডটি উত্তর ভারতের কুরু রাজ্যের অন্তর্গত ছিল।
*খ্রিষ্টীয় দ্বাদশ শতাব্দীতে অপভ্রংশ লেখক বিবুধ শ্রীধরের রচনায় হরিয়ানা নামটির উল্লেখ পাওয়া যায়।
*হরিয়ানার রাজধানী চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
* চণ্ডীগড় পাঞ্জাব রাজ্যেরও রাজধানী।
*সংস্কৃত ভাষায় হরিয়ানা শব্দের অর্থ ঈশ্বরের নিবাস।
* রাজ্যপাল - জগন্নাথ পাহাড়িয়া
*মুখ্যমন্ত্রী - ভূপিন্দর সিং হুদা
- উত্তর প্রদেশ
- কর্ণাটক
- রাজস্থান
- পশ্চিমবঙ্গ
উত্তরঃ কর্ণাটক
*রাজ্যটির আদি নাম ছিল মহীশূর রাজ্য।
*১৯৭৩ সালে রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক।
- মনোজ আহুজা
- সঞ্জীব মেহতা
- মনোজ পান্ডে
- সন্দেশ মিশ্র
উত্তরঃ মনোজ আহুজা
*ভারতের স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী - অমিত শাহ
*অর্থ ও কর্পোরেট বিষয়ক - নির্মলা সীতারামন
*প্রতিরক্ষা মন্ত্রী - রাজনাথ সিং
*বিদেশ মন্ত্রী - সুভ্রাহ্মণ্যম জয়শঙ্কর
- রোহিত শর্মা
- অক্ষয় কুমার
- বিরাট কোহলি
- অমিতাভ বচ্চন
উত্তরঃ অমিতাভ বচ্চন
*শিল্পকলায় অমিতাভ বচ্চন তার অবদানের জন্য ১৯৮৪ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী দেন।
*২০০১ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ
*২০১৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করে।
*বিশ্ব চলচ্চিত্রে তার অনন্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওঁ দনরের নাইট উপাধিতে ভূষিত করে।
- পশ্চিমবঙ্গ
- গুজরাট
- জম্মু ও কাশ্মীর
- গোয়া
উত্তরঃ জম্মু ও কাশ্মীর
*জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল - শ্রী মনোজ সিনহা
*জম্মু ও কাশ্মীর (কেন্দ্রশাসিত অঞ্চল),২০১৯ সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা হয়েছে।
- পীযূষ গোয়েল
- মনসুখ মান্ডাভিয়া
- নরেন্দ্র মোদি
- অমিত শাহ
উত্তরঃ মনসুখ মান্ডাভিয়া
*ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী - শ্রী মনসুখ মান্ডাভিয়া।
- উত্তর প্রদেশ
- কেরালা
- উত্তরাখণ্ড
- পশ্চিমবঙ্গ
উত্তরঃ কেরালা
*রাজধানী তিরুবনন্তপুরম একটি পাহাড়ের উপর অবস্থিত।
*কোচি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তেল শোধনাগার। কালিকট অপর আরেকটি বন্দর শহর।
*মালয়ালম কেরলের রাজ্যভাষা।
*রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান
*মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন
- আর এ শাহ
- রতন কুমার
- প্রদীপ শাহ
- রাহুল সিনহা
উত্তরঃ প্রদীপ শাহ
*Founders - Charles Pfizer , Charles F. Erhart
*Headquarters - New York City, U.S.
- গায়ক
- কবি
- অভিনেতা
- লেখক
উত্তরঃ অভিনেতা
*Praveen Kumar Sobti - 'মহাভারত'-এর 'ভীম' ছিলেন ও চারবারের এশিয়াড পদক জয়ী।
*এছাড়া তিনি Arjuna Award for Athletics ও পেয়েছেন।