Daily Bengali Current Affairs |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।
11th February Bengali Current Affairs || ১১ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
- বেইজিং
- আঙ্কারা
- ইস্তাম্বুল
- মুম্বাই
উত্তরঃ ইস্তাম্বুল
*মেয়র - একরেম ইমামোগলু।
*ইস্তাম্বুল প্রাচীনকালে বাইজেন্টিয়াম ও কোনস্তান্তিনোপল
*নামে পরিচিত ছিল।
*এটি বিশ্বের একমাত্র নগরী যেটি একই সাথে দুইটি মহাদেশের উপরে দাঁড়িয়ে আছে। (ইউরোপ ও এশিয়া মহাদেশ)
*ইস্তাম্বুল প্রায় ১৬ শতক ধরে ধারাবাহিকভাবে অনেকগুলি শক্তিধর সাম্রাজ্যের রাজধানী ছিল: a)রোমান/বাইজেন্টীয় সাম্রাজ্য (৩৩০-১২০৪ খ্রিস্টাব্দ), b)লাতিন সাম্রাজ্য (১২০৪-১২৬১),
c)পালাইলোগোস বাইজেন্টীয় সাম্রাজ্য (১২৬১-১৪৫৩) d)এবং সবশেষ উসমানীয় সাম্রাজ্য (১৪৫২-১৯২২)
- অশ্বিনী বৈষ্ণব
- নিতিন গড়করি
- পীযূষ গয়াল
- অমিত শাহ
উত্তরঃ নিতিন গড়করি
*নিতিন গড়করি বর্তমানে ভারত সরকারের মন্ত্রী - Road Transport & Highways
*তিনি Nagpur constituency থেকে লোকসভা মেম্বার হয়েছেন।
- টাটা
- আদানি গ্রুপ
- রিলায়েন্স
- বাজাজ গ্রুপ
উত্তরঃ রিলায়েন্স
*রিলায়েন্সের প্রতিষ্ঠাকাল - 8 May 1973
*প্রতিষ্ঠাতা - Dhirubhai Ambani
*প্রধান কার্যালয় - Mumbai, Maharashtra, India
- আহমেদাবাদ জায়ান্টস
- আহমেদাবাদ সুপার
- মনোজ পান্ডে
- গুজরাট টাইটান্স
উত্তরঃ গুজরাট টাইটান্স
*ব্যবস্থাপক - বিসিসিআই
*খেলার ধরন - টুয়েন্টি টুয়েন্টি
*প্রথম টুর্নামেন্ট - ২০০৮ সালে
*দলের সংখ্যা - ১০ (২০২২ থেকে)
*সর্বাধিক সফল দল - মুম্বই ইন্ডিয়ান্স (৫টি শিরোপা জয়)
*সর্বাধিক রান - ভারত বিরাট কোহলি (৬২৮৩)
*সর্বাধিক উইকেট - শ্রীলঙ্কা লাসিথ মালিঙ্গা
*২০০৮ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠা লাভ করেছিল।
*এই লিগের প্রতিষ্ঠাতা ও সাবেক কমিশনার ললিত মোদীকে এই লিগের উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়।
- ভারত
- শ্রীলঙ্কা
- বাংলাদেশ
- পাকিস্তান
উত্তরঃ ভারত
*রাজধানী - নয়া দিল্লি
* বৃহত্তম নগরী - মুম্বই
*রাষ্ট্রপতি - রাম নাথ কোবিন্দ
*উপরাষ্ট্রপতি - ভেঙ্কাইয়া নাইডু
*প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদী
*প্রধান বিচারপতি - এন ভি রামানা
*লোকসভার স্পীকার - ওম বিড়লা
- অটল টানেল
- চেন্নাই নাশরি টানেল
- পীর পাঞ্জাল টানেল
- পাঞ্জাব টানেল
উত্তরঃ অটল টানেল রোহতাং
*ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ হল ৯.২৮ কিলোমিটার লম্বা চেনানি-নাশ্রী টানেল বা উধমপুরের পাটনিটপ টানেল
*অটল টানেল রোহতাং এর স্থান - হিমাচল প্রদেশ, ভারত
*অটল টানেল রোহতাং এর পথ - লেহ-মানালি মহাসড়ক
*অটল টানেল রোহতাং এর শেষ - সিসু
- উদ্ধব ঠাকরে
- ভগত সিং কোশিয়ারি
- আদিত্য ঠাকরে
- রাজনাথ সিং
উত্তরঃ আদিত্য ঠাকরে
*আদিত্য ঠাকরে মহারাষ্ট্র সরকারের - পর্যটন ও পরিবেশের ক্যাবিনেট মন্ত্রী
*তিনি মুম্বাই থেকে মহারাষ্ট্র বিধানসভার একজন বিধায়ক।
*আদিত্য ঠাকরে - তিনি উদ্ধব ঠাকরের (মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী) ছেলে।
- ৭ই ফেব্রুয়ারি
- ১০ই ফেব্রুয়ারি
- ৮ই ফেব্রুয়ারি
- ৯ই ফেব্রুয়ারি
উত্তরঃ ১০ ই ফেব্রুয়ারি
- সঞ্জয় মালহোত্রা
- যোগেশ কুমার জোশী
- এস কিশোর
- এম জগদেশ কুমার
উত্তরঃ সঞ্জয় মালহোত্রা
- উত্তর প্রদেশ
- গুজরাট
- রাজস্থান
- পশ্চিমবঙ্গ
উত্তরঃ গুজরাট
*গঠন - ১ মে, ১৯৬০
*রাজধানী - গান্ধীনগর
*বৃহত্তম শহর - আহমেদাবাদ
*রাজ্যপাল - ওম প্রকাশ কোহলী
*মুখ্যমন্ত্রী - বিজয় রূপানি
*লোথাল ও ধোলাবীরার মতো প্রাচীন সিন্ধু সভ্যতার কয়েকটি কেন্দ্র এই রাজ্যে অবস্থিত।
*ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী এবং পাকিস্তানের স্থপতি মহম্মদ আলি জিন্নাহ ছিলেন গুজরাতি।
- পশ্চিমবঙ্গ
- গুজরাট
- মধ্য প্রদেশ
- ওড়িশা
উত্তরঃ মধ্য প্রদেশ
- কিন্নর
- বিলাসপুর
- তাইপে
- ধর্মশালা
উত্তরঃ ধর্মশালা
*রাজ্য - হিমাচল প্রদেশ
*জেলা - কাংড়া
- পীযূষ গোয়েল
- আর কে সিং
- নরেন্দ্র মোদি
- অমিত শাহ
উত্তরঃ আর কে সিং
- Central Bank of Thailand
- State Bank of Pakistan
- Bank of Japan
- Reserve Bank of India
উত্তরঃ Reserve Bank of India
*হেড অফিস- Mumbai, India
*প্রতিষ্ঠিত - 1 April 1935
*গভর্নর- Shaktikanta Das
- গায়ক
- কবি
- ঐতিহাসিক
- লেখক
উত্তরঃ ঐতিহাসিক