12th February Bengali Current Affairs || ১২ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা
নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

12th February Bengali Current Affairs || ১২ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ঘূর্ণিঝড় বাটসিরাই –এ কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
  • মাদাগাস্কার
  • ভারত
  • জাম্বিয়া
  • দক্ষিন আফ্রিকা

উত্তরঃ মাদাগাস্কার
*মাদাগাস্কার - মালাগাসি নামেও পরিচিত।
*আন্তানানারিভো - মাদাগাস্কারের রাজধানী।
*রাষ্ট্রপতি - এনদ্রি রেজোলিনা
*প্রধান মন্ত্রী - Jean Ravelonarivo
*মুদ্রা - Malagasy ariary


2. সম্প্রতি “মাদ্রাজ হাইকোর্ট” -এর নতুন প্রধান বিচারপতি কে হয়েছেন?
  • এস কিশোর
  • ভগত সিং কোশিয়ারি
  • মুনীশ্বর নাথ ভান্ডার
  • এম জগদেশ কুমার

উত্তরঃ মুনীশ্বর নাথ ভান্ডারী
*মুনীশ্বর নাথ ভান্ডারী কে এলাহাবাদ হাইকোর্ট থেকে মাদ্রাজ হাইকোর্টে বদলি করে প্রধান বিচারপতি হয়।
*বর্তমানে ভারতে 25 টি হাইকোর্ট রয়েছে।
*সর্বশেষ হাইকোর্ট টি হলো - অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ( 1জুলাই 2019)
*বিচারপতিদের অবসরের বয়স হলো - 62 বছর।
*ভারতের প্রথম হাইকোর্ট হল - কলকাতা হাইকোর্ট।
*ভারতের বৃহত্তম হাইকোর্ট হলো - এলাহাবাদ হাইকোর্ট।


3. “International Day of Women and Girls in Science” দিনটি কবে পালিত হয়?
  • 9 ই ফেব্রুয়ারি
  • 10 ই ফেব্রুয়ারি
  • 11 ই ফেব্রুয়ারি
  • 12 ই ফেব্রুয়ারি

উত্তরঃ 11 ই ফেব্রুয়ারি


4. টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন চন্দ্রশেখরনের মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে?
  • পাঁচ
  • ছয়
  • সাত
  • আট

উত্তরঃ পাঁচ
*টাটা সন্স জামশেদজি টাটা দ্বারা 1868 সালে প্রতিষ্ঠিত।
*সদরদপ্তর - বোম্বাই হাউস, মুম্বই, মহারাষ্ট্র।


5. সম্প্রতি বিশ্বের বৃহত্তম ইগলু ক্যাফে কোথায় খোলা হয়েছে?
  • সিকিম
  • জম্মু ও কাশ্মীর
  • রাজস্থান
  • উত্তরাখন্ড

উত্তরঃ জম্মু ও কাশ্মীর
*জম্মু ও কাশ্মীরের - লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিনহা
*জম্মু ও কাশ্মীর (কেন্দ্রশাসিত অঞ্চল)
*2019 সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রয়েছে।
*1846 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ রাজের একটি দেশীয় রাজ্য ছিল


6. সম্প্রতি 45তম 'আন্তর্জাতিক কলকাতা বইমেলা' কবে শুরু হবে?
  • 25 ফেব্রুয়ারি
  • 14 ফেব্রুয়ারি
  • 28 ফেব্রুয়ারি
  • 15 ফেব্রুয়ারি

উত্তরঃ 28 ফেব্রুয়ারি
*1976 সালে প্রবর্তিত এই বইমেলা 1984 সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে।
*মেলার বর্তমান আয়োজনস্থল পূর্ব কলকাতার মিলন মেলা প্রাঙ্গণ।


7. সেলসফোর্স গ্লোবাল ডিজিটাল স্কিল ইনডেক্স 2022 - এ কোন দেশ শীর্ষে আছে?
  • জাপান
  • চীন
  • আমেরিকা
  • ভারত

উত্তরঃ ভারত
*রাজধানী - নয়া দিল্লি
*রাষ্ট্রপতি - রাম নাথ কোবিন্দ
*উপরাষ্ট্রপতি - ভেঙ্কাইয়া নাইডু
*প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদী
*প্রধান বিচারপতি - এন ভি রামানা
*লোকসভার স্পীকার - ওম বিড়লা


8. 'অটল বিহারী বাজপেয়ী' বইটি কে লিখেছেন?
  • সাগরিকা ঘোষ
  • ধীরেন্দ্র ঝা
  • পীযূষ গোয়েল
  • সুধা মূর্তি

উত্তরঃ সাগরিকা ঘোষ
*সাগরিকা ঘোষ বর্তমানে টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রের কন্সাল্টিং এডিটর।


9. RBI ই-রুপি ভাউচারের সীমা দশহাজার থেকে বাড়িয়ে কত করেছে?
  • 50000
  • 30000
  • 100000
  • 60000

উত্তরঃ 100000
*1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইনের মাধ্যমে 1935 সালের 1এপ্রিল এই ব্যাংক স্থাপিত হয়েছিল।
*প্রধান কার্যালয় - মুম্বই, মহারাষ্ট্র
*প্রতিষ্ঠিত - 1এপ্রিল, 1935
*গভর্নর - শক্তিকান্ত দাস


10. সম্প্রতি লুক মন্টাগনিয়ার মারা গেছেন তিনি কে ছিলেন?
  • গায়ক
  • কবি
  • বিজ্ঞানী
  • লেখক

উত্তরঃ বিজ্ঞানী


11th February Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন