13th February Bengali Current Affairs || ১৩ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা
নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

13th February Bengali Current Affairs || ১৩ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি প্রকাশিত EIU এর গণতন্ত্র সূচক 2021-এ কোন দেশ শীর্ষে আছে?
  • ফ্রান্স
  • সুইডেন
  • নরওয়ে
  • কেনেডা

উত্তরঃ নরওয়ে
*নরওয়ে এর রাজধানী- অসলো (Oslo).
*রাজা - হ্যারল্ড 5
*প্রধানমন্ত্রী - জোনাস গাহ স্টার
*সুইডেন ইউনিয়ন থেকে স্বাধীনতা - ১৯০৫ সালের ৭ই জুন ঘোষিত
*মুদ্রা - নরওয়েজীয় ক্রোন (NOK)


2. সম্প্রতি আইপিএল দল পাঞ্জাব কিংসের কোন ব্যাটিং কোচ তার পদ থেকে পদত্যাগ করেছেন?
  • অনিল কুম্বলে
  • ওয়াসিম জাফর
  • আকাশ চোপড়া
  • এম জগদেশ কুমার

উত্তরঃ ওয়াসিম জাফর
*প্রথম টুর্নামেন্ট - ২০০৮ সালে
*দলের সংখ্যা - ১০ (২০২২ থেকে)
*সর্বাধিক সফল দল - মুম্বই ইন্ডিয়ান্স (৫টি শিরোপা জয়)
*সর্বাধিক রান - ভারত বিরাট কোহলি (৬২৮৩)
*সর্বাধিক উইকেট - শ্রীলঙ্কা লাসিথ মালিঙ্গা
*২০০৮ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠা লাভ করেছিল।
*এই লিগের প্রতিষ্ঠাতা ও সাবেক কমিশনার ললিত মোদীকে এই লিগের উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়।


3. সম্প্রতি PHS Damiba কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে?
  • সুদান
  • মরক্কো
  • বুরকিনা ফাসো
  • সিরিয়া

উত্তরঃ বুরকিনা ফাসো
*এই দেশটি পূর্বে আপার ভোল্টা (Upper Volta) নামে পরিচিত ছিল।
*১৯৬০ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল।
*১৯৮৫ সালে দেশটির নাম বদলে রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ "নৈতিক জাতির দেশ"।
*রাজধানী ও বৃহত্তম নগরী - ওয়াগাদুগু
*প্রধানমন্ত্রী - জিলবের দিয়েন্দেরে
*মুদ্রা - West African CFA franc


4. সম্প্রতি কে ESPN cricinfo ক্যাপ্টেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন?
  • বিরাট কোহলি
  • বাবর আজম
  • মহেন্দ্র সিং ধোনি
  • কেন উইলিয়ামসন

উত্তরঃ কেন উইলিয়ামসন
*বর্তমানে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।


5. সম্প্রতি Paul Collingwood কোন দেশের ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন?
  • শ্রীলঙ্কা
  • বাংলাদেশ
  • ইংল্যান্ড
  • নিউজিল্যান্ড

উত্তরঃ ইংল্যান্ড
*ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইউরোপের অন্যতম বৃহৎ নগরী ও অর্থনৈতিক কেন্দ্র।
*রানী - দ্বিতীয় এলিজাবেথ
*প্রধানমন্ত্রী - বরিস জনসন


6. সম্প্রতি Morten Bodskov কোন দেশের নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন?
  • অস্ট্রেলিয়া
  • পর্তুগাল
  • ডেনমার্ক
  • কিউবা

উত্তরঃ ডেনমার্ক
*ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা Dannebrog ১২১৯ সাল থেকে প্রচলিত।
*কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী ও বৃহত্তম শহর।
*প্রধানমন্ত্রী - মিটে ফ্রেদ্রিখসেন
*মুদ্রা - Danish krone


7. সম্প্রতি NITI আয়োগের ফিনটেক ওপেন সামিট কে উদ্বোধন করেছে?
  • নরেন্দ্র মোদী
  • অশ্বিনী বৈষ্ণব
  • পীযূষ গয়াল
  • নিতিন গড়কারী

উত্তরঃ অশ্বিনী বৈষ্ণব
*জাতীয় আয়োগ সংস্থা, সংক্ষেপে নীতি আয়োগ (National Institution for Transforming India Ayog)
*ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃহৎভাবে যোজনা আয়োগের পরিবর্তে গঠন করা ভারতের অর্থনৈতিক সংস্থা।
*১ জানুয়ারি ২০১৫ তে নীতি আয়োগের স্থাপনা হয় ও ৮ ফেব্রুয়ারিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
*সদস্য -
i) অধ্যক্ষ ভারতের প্রধানমন্ত্রী
ii) ভারতবর্ষের সব রাজ্যের মুখ্যমন্ত্রী
iii) কেন্দ্রীয় শাসিত অঞ্চলের লেফটেনেন্ট গভর্নর।
iv) বিশেষজ্ঞ ও অর্থনীতির বিশেষ অধ্যয়ন থাকা প্রতিষ্ঠিত লোক, বিশেষ ভাবে প্রধানমন্ত্রীর দ্বারা নির্বাচিত ব্যক্তি।


8. কোনটি Single Window System সাথে একীভূত হওয়া প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে?
  • দিল্লী
  • চণ্ডীগড়
  • জম্মু ও কাশ্মীর
  • আন্দামান নিকোবার

উত্তরঃ জম্মু ও কাশ্মীর
*জম্মু ও কাশ্মীরের - লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিনহা
*জম্মু ও কাশ্মীর (কেন্দ্রশাসিত অঞ্চল)
*২০১৯ সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রয়েছে।
*১৮৪৬ থেকে ১৯৪৭ পর্যন্ত ব্রিটিশ রাজের একটি দেশীয় রাজ্য ছিল


9. Museums নিয়ে প্রথম গ্লোবাল সামিট কে আয়োজন করবে?
  • শিক্ষা মন্ত্রণালয়
  • সংস্কৃতি মন্ত্রনালয়
  • আয়ুষ মন্ত্রণালয়
  • প্রতিরক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ সংস্কৃতি মন্ত্রনালয়
15-16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 'ভারতে জাদুঘর পুনর্নির্মাণ' বিষয়ে প্রথম এই ধরনের একটি গ্লোবাল সামিটের আয়োজন করবে।


10. সম্প্রতি আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন 2022 এর আয়োজক দেশ কে হয়েছে?
  • সুদান
  • সেনেগাল
  • ইথিওপিয়া
  • নাইজেরিয়া

উত্তরঃ ইথিওপিয়া
*দেশটির রাজধানী ও বৃহত্তম নগরীর নাম - আদ্দিস আবাবা
*অতীতে আবিসিনিয়া নামে পরিচিত ছিল এই দেশটি।
*রাষ্ট্রপতি - Girma Wolde-Giorgis
*প্রধানমন্ত্রী - আবি আহমেদ
*মুদ্রা - বির


12th February Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন