1st February Bengali Current Affairs || ১লা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

1st February Bengali Current Affairs || ১লা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. লালা লাজপত রায়ের 157 তম জন্মবার্ষিকী কবে পালিত হয়েছে?
  • 26 জানুয়ারি
  • 28 জানুয়ারি
  • 27 জানুয়ারি
  • 29 জানুয়ারি

উত্তরঃ 28 জানুয়ারি।
* পিতার নাম মুনসি রাধা কৃষ্ণণ আজাদ।
* তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষী বিমা কম্পানী স্থাপন করেছিলেন।
* তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরম পন্থীদলের লাল-বাল-পালের অন্যতম নেতা।
* ১৯২৮ সনে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনিতে অংশগ্রহণ করেন ।
* ১৯২৮ সনের ১৭ নভেম্বর তারিখে তাঁর মৃত্যু হয়।


2. দ্বাদশ তম হায়দ্রাবাদ সাহিত্য উৎসবে অতিথি দেশ হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?
  • নরওয়ে
  • ফ্রান্স
  • UK
  • অস্ট্রেলিয়া

উত্তরঃ UK
* বর্তমান প্রধানমন্ত্রী - বরিস জনসন


3. টাটা স্কাই এর নাম পরিবর্তন করে নতুন নাম কি হয়েছে?
  • টাটা গো
  • টাটা প্লে
  • টাটা প্লাস
  • টাটা ডিশ

উত্তরঃ টাটা প্লে
* প্রাক্তন নাম টাটা স্কাই (জানুয়ারী ২৬, ২০২২ পর্যন্ত)
* প্রতিষ্ঠাকাল -১০ আগস্ট ২০০৬; ১৫ বছর আগে
*সদরদপ্তর -মুম্বাই
*CEO -হরিত নাগপাল


4. সম্প্রতি প্রায়ত অনিল আওচট, কে ছিলেন তিনি?
  • সাংবাদিক
  • গায়ক
  • লেখক
  • অভিনেতা

উত্তরঃ লেখক


5. দক্ষিণ মাউবুয়াং কোন রাজ্যের প্রথম গ্রাম যা ODF প্লাস গ্রাম হয়েছে?
  • ত্রিপুরা
  • মণিপুর
  • মেঘালয়
  • মিজোরাম

উত্তরঃ মিজোরাম
*অঞ্চল -উত্তর-পূর্ব ভারত
*গঠন - ২০ ফেব্রুয়ারি ১৯৮৭
*রাজ্যের রাজধানী -আইজল
*বৃহত্তম শহর -আইজল
*জেলা -১১
* রাজ্যপাল - কম্ভমপতি হরি বাবু
* মুখ্য মন্ত্রী - জোরামথাঙ্গা (মিজো ন্যাশনাল ফ্রন্ট)


6. সম্প্রতি বিশ্বব্যাংক কোন রাজ্যের জন্য 1000 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে?
  • পশ্চিমবঙ্গ
  • ওড়িশা
  • মধ্যপ্রদেশ
  • অন্ধ্রপ্রদেশ

উত্তরঃ পশ্চিমবঙ্গ
*ভারতের চতুর্থ-বৃহত্তম জনবসতিপূর্ণ রাজ্য। ৩৪,২৬৭ মা২ (৮৮,৭৫০ কিমি২)
*পশ্চিমবঙ্গের সীমানায় রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল ও ভুটান এবং ভারতীয় রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম।
*রাজ্যের রাজধানী কলকাতা


7. এশিয়ান গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হবে?
  • রাশিয়া
  • শ্রীলঙ্কা
  • নেপাল
  • চীন

উত্তরঃ চীন
*প্রতিযোগিতাটি ২০২২ সালের ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে।
*হাংচৌ চীনের তৃতীয় শহর যেখানে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
*এর আগে ১৯৯০ সালের এশিয়ান গেমস চীনের বেইজিংয়ে এবং ২০১০ সালের এশিয়ান গেমস চীনের কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত হয়েছিল।


8. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে কত শতাংশ মেয়ে রক্তস্বল্পতায় ভুগছে?
  • 39%
  • 40%
  • 42%
  • 46%

উত্তরঃ 46%


9. ভারতী এয়ারটেলে কত বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে গুগল?
  • এক বিলিয়ন
  • দুই বিলিয়ন
  • তিন বিলিয়ন
  • পাঁচ বিলিয়ন

উত্তরঃ এক বিলিয়ন
*প্রতিষ্ঠাকাল -৭ জুলাই ১৯৯৫ সাল; ২৬ বছর আগে।
*প্রতিষ্ঠাতা- সুনীল ভারতী মিত্তল
*সদরদপ্তর -Nelson Mandela Road, নতুন দিল্লি
*চেয়ারম্যান -সুনীল ভারতী মিত্তল
*CEO - গোপাল ভিট্টল।


10. জম্মু ও কাশ্মীর পুলিশ বীরত্বের জন্য কতটি পদক জিতেছে?
  • 189
  • 150
  • 129
  • 115

উত্তরঃ 115
*প্রধান কার্যালয় -পীরবাগ, শ্রীনগর (মে থেকে অক্টোবর) গুলশান ময়দান, জম্মু (নভেম্বর থেকে এপ্রিল)
*DGP -দিলবাগ সিং


6th December Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন