2nd February Bengali Current Affairs || ২রা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

2nd February Bengali Current Affairs || ২রা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. 'ন্যাশনাল কমিশন ফর উইমেন ফাউন্ডেশন ডে' কবে পালিত হয়?
  • 29 জানুয়ারি
  • 28 জানুয়ারি
  • 27 জানুয়ারি
  • 26 জানুয়ারি

উত্তরঃ 29 জানুয়ারি।
*গঠন - 3 ফেব্রুয়ারি 1993সালে।
*প্রধান কার্যালয় - সল্ট লেক সিটি, কলকাতা।
*চেয়ারপারসন - লিনা গঙ্গোপাধ্যায়।


2. সম্প্রতি 'সবরমতী রিভার ফ্রন্টে' মাটির কাপ দিয়ে তৈরি মহাত্মা গান্ধীর মেমোরিয়াল কে উন্মোচন করেছেন?
  • নরেন্দ্র মোদি
  • ভূপেন্দ্রভাই প্যাটেল
  • রবিশঙ্কর প্রসাদ
  • অমিত শাহ

উত্তরঃ অমিত শাহ
*ভারতে আহমেদাবাদে - সাবরমতী নদীর তীরে গড়ে ওঠেছে।
*১৯৬০ সালে প্রস্তাব করা হলেও এর নির্মাণ - ২০০৫ সালে শুরু।


3. সম্প্রতি রেকর্ড 21তম গ্র্যান্ড স্লাম শিরোপা কে জিতেছেন?
  • রজার ফেদেরার
  • রাফায়েল নাদাল
  • ড্যানিল মেদভেদেভ
  • মারিয়া সারাপ্রভা

উত্তরঃ রাফায়েল নাদাল
*সম্পূর্ণ নাম - রাফায়েল "রাফা" নাদাল পারেরা
*জন্ম - ৩ জুন, ১৯৮৬ স্পেনে
*একজন পেশাদার টেনিস খেলোয়াড়
*অস্ট্রেলিয়ান ওপেন জয়ী (২০০৯, ২০২২)
*ফ্রেঞ্চ ওপেন জয়ী (২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০)
*উইম্বলডন জয়ী (২০০৮, ২০১০)
*ইউএস ওপেন জয়ী (২০১০, ২০১৩, ২০১৭, ২০১৯)


4. সম্প্রতি নগদহীন লেনদেন প্রচারের জন্য "Terrapay" কার সাথে অংশীদারিত্ব করেছে?
  • ভিসা
  • মাস্টার কার্ড
  • NPCI
  • RuPay

উত্তরঃ NPCI
*পুরো নাম - National Payments Corporation of India


5. সম্প্রতি 'বাবা ইকবাল সিং' মারা গেছেন, তিনি ছিলেন একজন?
  • গায়ক
  • সাংবাদিক
  • শিক্ষাবিদ
  • পরিচালক

উত্তরঃ শিক্ষাবিদ
*জন্ম - 1 মে 1926
*মৃত্যু - 29 জানুয়ারি 2022
*তিমি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত (2022)।


6. মিস ইউএসএ 2019 সম্প্রতি মারা গেছেন, তার নাম কী ছিল?
  • চেসলি ক্রিস্ট
  • মিলার কী
  • লানা রোষ
  • বিয়ানকা বেল

উত্তরঃ চেসলি ক্রিস্ট
*২০১৯ সালে মিস নর্থ ক্যারোলিনার খেতাব জিতে ছিলেন চেসলি।
*এরপর ২০১৯ সালে মিস USA-র খেতাব জেতেন।


7. সম্প্রতি বিগ বস সিজন 15 ট্রফি কে জিতেছেন?
  • করণ কুন্দ্রা
  • প্রতীক সেহজপাল
  • তেজস্বী প্রকাশ
  • গোতাম গুলাঠি

উত্তরঃ তেজস্বী প্রকাশ
*এটি নেদারল্যান্ডসের এন্ডেমলের বিগ ব্রাদারের পদ্ধতি অনুসরন করে নির্মিত


8. কে ভারতের প্রথম ইন্টেলিজেন্স মেসেঞ্জার "Pops" চালু করেছে?
  • আপস্টক্স
  • এঞ্জেল ওয়ান
  • জিও টেলিকম
  • Paytm money

উত্তরঃ Paytm money
*Founder - Vijay Shekhar Sharma


9. 'Fearless Governance' গ্রন্থটি কে লিখেছেন?
  • কিরণ বেদী
  • উর্জিত প্যাটেল
  • সদিশা দাস
  • অপালা মিস্রা

উত্তরঃ কিরণ বেদী
*পুদুচেরির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর।
*তিনি ভারতীয় পুলিশ সার্ভিসে (আইপিএস) যোগদানকারী প্রথম মহিলা।
*২০০৭ সালে তিনি পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক হিসাবে অবসর নেন।


10. সৌদি আরবের প্রথম Yoga Festival কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  • তায়েফ
  • জেদ্দা
  • দাম্মাম
  • আভা

উত্তরঃ জেদ্দা
*জেদ্দা বা জেদ্দাহ হল সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত তিহামাহ অঞ্চলেরএকটি গুরুত্বপূর্ণ শহর।
*এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর।
*লোহিত সাগরের উপর অবস্থিত সর্ববৃহৎ সমুদ্রবন্দর এই শহরেই অবস্থিত।
*৪৩ লক্ষ জনসংখ্যা নিয়ে শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র।


1st February Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন