3rd February Bengali Current Affairs || ৩রা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

3rd February Bengali Current Affairs || ৩রা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. 'ইন্ডিয়ান কোস্ট গার্ড রাইজিং ডে' কবে পালিত হয়?
  • 30 জানুয়ারী
  • 31 জানুয়ারি
  • 01 ফেব্রুয়ারি
  • 02 ফেব্রুয়ারি

উত্তরঃ 01 ফেব্রুয়ারি
*ডিরেক্টর-জেনারেল:বীরেন্দ্র সিং পাঠানিয়া
*ভারতীয় কোস্ট গার্ড আনুষ্ঠানিকভাবে 1 ফেব্রুয়ারী 1977 সালে ভারতের সংসদের কোস্ট গার্ড আইন, 1978 দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
*সদর দপ্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়, নয়াদিল্লি।


2. জিওমারা কাস্ত্রো (Xiomara Castro) কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন?/div>
  • মেক্সিকো
  • কোস্টারিকা
  • হন্ডুরাস
  • কিউবা

উত্তরঃ হন্ডুরাস
*রাজধানী: টেগুসিগালপা
*মুদ্রা: হন্ডুরান লেম্পিরা


3. সম্প্রতি কে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার Award 2021 জিতেছে?
  • রজার ফেদেরার
  • পিআর শ্রীজেশ
  • ড্যানিল মেদভেদেভ
  • পি ভি সিন্ধু

উত্তরঃ পিআর শ্রীজেশ
*পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ একজন ভারতীয় পেশাদার ফিল্ড হকি খেলোয়াড়
*বর্তমান ক্লাব: উত্তরপ্রদেশ উইজার্ডস


4. সম্প্রতি কে 2022 ওড়িশা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছে?
  • উন্নতি হুদা
  • কিরণ জর্জ
  • উভয়ই
  • কেউ নয়

উত্তরঃ উভয়ই
*পুরুষদের একক: কিরণ জর্জ
*মহিলাদের একক: উন্নতি হুদা


5. সম্প্রতি চীন সরকার কোন দেশের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে?
  • বেলারুশ
  • বলিভিয়া
  • আমেরিকা
  • লিথুয়ানিয়া

উত্তরঃ লিথুয়ানিয়া
*লিথুয়ানিয়ার রাজধানী: ভিলনিয়াস
*মুদ্রা: ইউরো
*রাষ্ট্রপতি: গীতানাস নৌসেদা


6. সম্প্রতি কোন মন্ত্রণালয় স্বাস্থ্য প্রকল্পের অধীনে ওষুধের হোম ডেলিভারি শুরু করেছে?
  • প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • স্বাস্থ্য মন্ত্রণালয়
  • শিক্ষা মন্ত্রণালয়
  • রেল মন্ত্রণালয়

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়


7. সম্প্রতি কোন শহর ভারতের স্টার্টআপ রাজধানী হিসাবে বেঙ্গালুরুকে ছাড়িয়ে গেছে?
  • মুম্বাই
  • গুরুগ্রাম
  • দিল্লি
  • কলকাতা

উত্তরঃ দিল্লি


8. সম্প্রতি কোন মন্ত্রণালয় ফেডারেটেড ডিজিটাল আইডেন্টিটি চালু করেছে?
  • অর্থ মন্ত্রণালয়
  • ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
  • স্বাস্থ্য মন্ত্রণালয়
  • শিক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
*মন্ত্রী - অশ্বিনী বৈষ্ণব


9. প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
  • GAV রেড্ডি
  • উর্জিত প্যাটেল
  • সদিশা দাস
  • প্রশান্ত কুমার

উত্তরঃ GAV রেড্ডি



10. H.E. আন্তোনিও কস্তা কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন?
  • সুদান
  • পর্তুগাল
  • মরক্কো
  • সিরিয়া

উত্তরঃ পর্তুগাল
*রাজধানী: লিসবন
*মুদ্রা: ইউরো
*প্রেসিডেন্ট: মার্সেলো রেবেলো ডি সুসা


2nd February Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন