4th February Bengali Current Affairs || ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

4th February Bengali Current Affairs || ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. কোন দেশকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রধান নন-ন্যাটো মিত্র হিসাবে ঘোষণা করেছে?
  • ওমান
  • সুদান
  • কাতার
  • সিরিয়া

উত্তরঃ কাতার
*কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত।
*১৯৭১ সালে কাতার পূর্ণ স্বাধীনতা লাভ করে।
*রাজধানী - দোহা।
*Prime Minister - আবদুল্লাহ বিন হামাদ বিন খলিফা আল থানি।
*NATO হল - উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ( North Atlantic Treaty Organisation)
*সদস্য দেশ - 30 টি দেশ
*মহাসচিব - জেনস স্টলটেনবার্গ


2. সম্প্রতি কোন রাজ্য সরকার কর প্রদানকারী ব্যবসায়ীদের জন্য "রেটিং স্কোর" প্রয়োগ করবে?
  • গুজরাট
  • ওড়িশা
  • কেরালা
  • পশ্চিমবঙ্গ

উত্তরঃ কেরালা
*রাজধানী - তিরুবনন্তপুরম
*মালয়ালম কেরলের রাজ্যভাষা।
*রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান
*মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন


3. সম্প্রতি DRDL এর পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
  • জি এ শ্রীনিবাস মূর্তি
  • পিআর শ্রীজেশ
  • ডঃ দশরথ রাম
  • রবিশঙ্কর প্রসাদ

উত্তরঃ জি এ শ্রীনিবাস মূর্তি
*সম্পূর্ণ নাম - Defence Research and Development Laboratory


4. কোন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সম্প্রতি নির্বাচনী মাসকট "শেরা" উন্মোচন করেছেন?
  • উত্তরাখণ্ড
  • উত্তরপ্রদেশ
  • পাঞ্জাব
  • গোয়া

উত্তরঃ পাঞ্জাব
*উত্তরে জম্মু ও কাশ্মীর, পূর্বে হিমাচল প্রদেশ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে হরিয়ানা, দক্ষিণ-পশ্চিমে রাজস্থান, এবং পশ্চিমে পাকিস্তান
*রাজ্যের রাজধানী চণ্ডীগড়ে অবস্থিত।
*চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী রাজ্য হরিয়ানারও রাজধানী।


5. সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি ইস্পাত উৎপাদনকারী দেশ হল কোনটি?
  • রাশিয়া
  • চীন
  • ভারত
  • জার্মানি

উত্তরঃ চীন
*১৪৪ কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র।
*চীনের কমিউনিস্ট পার্টি দেশটি শাসন করে।
*বেইজিং শহর চীনের রাজধানী।
*মুদ্রা - ইউয়ান ¥


6. সম্প্রতি কে নন-ফুয়েল রিটেল স্টোর 'হ্যাপিশপ' চালু করেছে?
  • HPCL
  • Reliance
  • IOCL
  • টাটা গ্রুপ

উত্তরঃ HPCL
*সম্পূর্ণ নাম- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড


7. ভারতের প্রথম জিওলজিক্যাল পার্ক কোথায় নির্মিত হবে?
  • মুম্বাই
  • ভোপাল
  • জবলপুর
  • গুরগাঁও

উত্তরঃ জবলপুর
*জব্বলপুর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্তিত। বলা হয় যে জাবালি ঋষির নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে জব্বলপুর।


8. সম্প্রতি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের ইনচার্জ কে হয়েছেন?
  • মনোজ পান্ডে
  • উপেন্দ্র দ্বিবেদী
  • যোগেশ কুমার জোশী
  • বিক্রম সিং

উত্তরঃ উপেন্দ্র দ্বিবেদী


9. সম্প্রতি ব্রিটানিয়ার (Britannia) অতিরিক্ত পরিচালক পদ থেকে কে পদত্যাগ করেছেন?
  • উর্জিত প্যাটেল
  • GAV রেড্ডি
  • সদিশা দাস
  • সিদ্ধার্ত অগ্নিহোত্রী

উত্তরঃ উর্জিত প্যাটেল


10. কোন দেশ সম্প্রতি Hwasong-12 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে?
  • চীন
  • পর্তুগাল
  • জাপান
  • উত্তর কোরিয়া

উত্তরঃ উত্তর কোরিয়া
*রাজধানী - পিয়ং ইয়াং
*শাসক - কিম জং উন
*মুদ্রা - North Korean won


3rd February Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন