Daily Bengali Current Affairs |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।
4th February Bengali Current Affairs || ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
- ওমান
- সুদান
- কাতার
- সিরিয়া
উত্তরঃ কাতার
*কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত।
*১৯৭১ সালে কাতার পূর্ণ স্বাধীনতা লাভ করে।
*রাজধানী - দোহা।
*Prime Minister - আবদুল্লাহ বিন হামাদ বিন খলিফা আল থানি।
*NATO হল - উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ( North Atlantic Treaty Organisation)
*সদস্য দেশ - 30 টি দেশ
*মহাসচিব - জেনস স্টলটেনবার্গ
- গুজরাট
- ওড়িশা
- কেরালা
- পশ্চিমবঙ্গ
উত্তরঃ কেরালা
*রাজধানী - তিরুবনন্তপুরম
*মালয়ালম কেরলের রাজ্যভাষা।
*রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান
*মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন
- জি এ শ্রীনিবাস মূর্তি
- পিআর শ্রীজেশ
- ডঃ দশরথ রাম
- রবিশঙ্কর প্রসাদ
উত্তরঃ জি এ শ্রীনিবাস মূর্তি
*সম্পূর্ণ নাম - Defence Research and Development Laboratory
- উত্তরাখণ্ড
- উত্তরপ্রদেশ
- পাঞ্জাব
- গোয়া
উত্তরঃ পাঞ্জাব
*উত্তরে জম্মু ও কাশ্মীর, পূর্বে হিমাচল প্রদেশ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে হরিয়ানা, দক্ষিণ-পশ্চিমে রাজস্থান, এবং পশ্চিমে পাকিস্তান
*রাজ্যের রাজধানী চণ্ডীগড়ে অবস্থিত।
*চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী রাজ্য হরিয়ানারও রাজধানী।
- রাশিয়া
- চীন
- ভারত
- জার্মানি
উত্তরঃ চীন
*১৪৪ কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র।
*চীনের কমিউনিস্ট পার্টি দেশটি শাসন করে।
*বেইজিং শহর চীনের রাজধানী।
*মুদ্রা - ইউয়ান ¥
- HPCL
- Reliance
- IOCL
- টাটা গ্রুপ
উত্তরঃ HPCL
*সম্পূর্ণ নাম- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
- মুম্বাই
- ভোপাল
- জবলপুর
- গুরগাঁও
উত্তরঃ জবলপুর
*জব্বলপুর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্তিত। বলা হয় যে জাবালি ঋষির নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে জব্বলপুর।
- মনোজ পান্ডে
- উপেন্দ্র দ্বিবেদী
- যোগেশ কুমার জোশী
- বিক্রম সিং
উত্তরঃ উপেন্দ্র দ্বিবেদী
- উর্জিত প্যাটেল
- GAV রেড্ডি
- সদিশা দাস
- সিদ্ধার্ত অগ্নিহোত্রী
উত্তরঃ উর্জিত প্যাটেল
- চীন
- পর্তুগাল
- জাপান
- উত্তর কোরিয়া
উত্তরঃ উত্তর কোরিয়া
*রাজধানী - পিয়ং ইয়াং
*শাসক - কিম জং উন
*মুদ্রা - North Korean won