Daily Bengali Current Affairs |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।
5th February Bengali Current Affairs || ৫ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
- গুজরাট
- অরুণাচল প্রদেশ
- ওড়িশা
- পশ্চিমবঙ্গ
উত্তরঃ অরুণাচল প্রদেশ
*রাজধানী - ইটানগর
*রাজ্যপাল - বি ডি মিশরা
*মুখ্যমন্ত্রী - পেমা খান্ডু
*চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে।
- ক্রোম
- অ্যান্ড্রয়েড
- ম্যাপ
- জিমেইল
উত্তরঃ জিমেইল
*ফাউনডর - ল্যারি পেজ , সের্গেই ব্রিন
*সদরদপ্তর - ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
*CEO - সুন্দর পিচাই (প্রধান নির্বাহী কর্মকর্তা)
- ভাপি
- সুরাট
- ভারুচ
- কলকাতা
উত্তরঃ সুরাট
*অঞ্চল - মহারাষ্ট্র, গুজরাট (সুরাট)
*মোট স্টেশনসমূহ - ১২টি
*উদ্বোধন - ১৫ আগস্ট ২০২২
*প্রযুক্তি ও আর্থিক ভাবে সাহায্য করবে - জাপান সরকার।
- উত্তরাখণ্ড
- উত্তরপ্রদেশ
- পাঞ্জাব
- গুজরাট
উত্তরঃ গুজরাট
*রামসার সাইট হল একটি জলাভূমি সাইট, যা রামসার কনভেনশনের অধীনে আন্তর্জাতিক গুরুত্বের জন্য মনোনীত হয়।
*এটি “দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস” নামেও পরিচিত।
*বর্তমানে পৃথিবীতে 2428টি রামসার সাইট আছে। এর মধ্যে ভারতে আছে 46 টি।
- ইংল্যান্ড
- অস্ট্রেলিয়া
- ভারত
- নিউজিল্যান্ড
উত্তরঃ ভারত
*বর্তমান কোচ - রাহুল দ্রাবিড়
- অভিনেতা
- লেখক
- গায়ক
- সাংবাদিক
উত্তরঃ অভিনেতা
- মাদ্রাজ রেজিমেন্ট
- রাজপুত রেজিমেন্ট
- শিখ রেজিমেন্ট
- আসাম রেজিমেন্ট
উত্তরঃ আসাম রেজিমেন্ট
*বর্তমান রেজিমেন্টের কর্নেল - মেজর জেনারেল প্রদীপ সিং বেহেল
*সক্রিয় প্রতিষ্ঠা - ১৫ জুন ১৯৪১ - বর্তমান
*নীতিবাক্য - আসামীয় বিক্রম
- ডাঃ মদন মোহন ত্রিপাঠী
- মনোজ পান্ডে
- যোগেশ কুমার জোশী
- রাজেশ মিত্তাল
উত্তরঃ ডাঃ মদন মোহন ত্রিপাঠী
*পুরো নাম - National Institute of Electronics & Information Technology
- পিভি সিন্ধু
- বজরং পুনিয়া
- বিজেন্দ্র সিং
- নীরজ চোপড়া
উত্তরঃ নীরজ চোপড়া
*নীরজ চোপড়া একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট।
*তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)।
*তিনিই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জয়ী প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ।
- রাজস্থান
- আসাম
- মহারাষ্ট্র
- পশ্চিমবঙ্গ
উত্তরঃ আসাম
*রাজ্যের রাজধানী - দিসপুর
*বৃহত্তম শহর - গুয়াহাটি
*রাজ্যপাল - জগদীশ মুখী
*মুখ্যমন্ত্রী- হিমন্ত বিশ্ব শর্মা