6th February Bengali Current Affairs || ৬ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

6th February Bengali Current Affairs || ৬ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. 'পণ্ডিত ভীমসেন জোশী'-এর 100তম জন্মবার্ষিকী কবে পালিত হল?
  • 03 ফেব্রুয়ারি
  • 04 ফেব্রুয়ারি
  • 05 ফেব্রুয়ারি
  • 06 ফেব্রুয়ারি

উত্তরঃ 05 ফেব্রুয়ারি
*তিনি ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসাবে বেশি পরিচিত।
*১৯৭২-এ পদ্মশ্রী, ’১৯৭৫-এ সঙ্গীত নাটক অ্যাকাডেমি, ’১৯৮৫ সালে পদ্মভূষণ এবং ২০০৮ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারত রত্ন প্রদান করে।


2. সম্প্রতি কোন দেশ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান কূটনৈতিক বয়কটের ঘোষণা করেছে?
  • রাশিয়া
  • কাজাকিস্তান
  • ভারত
  • পাকিস্তান

উত্তরঃ ভারত
*প্রতিযোগিতাটি ৪ - ২০ ফেব্রুয়ারি ২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
*মোট দেশ সংখ্যা - ৯৫
*শীতকালীন অলিম্পিক গেমসের প্রথম আসর বসে ফ্রান্সের চেমনিক্সে শহরে ১৯২৪ সালে।
*আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও ভারত কূটনৈতিক বয়কট করেছে।


3. "সুজুকি ইনোভেশন সেন্টার" কোথায় স্থাপন করা হবে?
  • আইআইটি দিল্লি
  • আইআইটি হায়দ্রাবাদ
  • আইআইটি কানপুর
  • আইআইটি চেন্নাই

উত্তরঃ আইআইটি হায়দ্রাবাদ
*আইআইটি হায়দ্রাবাদ স্থাপিত - ২০০৮ সালে
*চেয়ারপার্সন - বি.ভি.আর.মোহন রেড্ডি


4. সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী ইব্রাহিম সুতার মারা গেছেন তিনি ছিলেন একজন?
  • লেখক
  • গায়ক
  • ধর্মীয় বক্তা
  • নাট্যকার

উত্তরঃ ধর্মীয় বক্তা
*তিনি পরিচিত ছিলেন - "Kabir of Kannada" নামে
*জন্ম - 10 May 1940
*মৃত্যু - 5 February 2022


5. সম্প্রতি মারা গেছেন রমেশ দেব, তিনি ছিলেন একজন?
  • লেখক
  • অভিনেতা
  • গায়ক
  • সাংবাদিক

উত্তরঃ অভিনেতা
*জন্ম - 30 January 1929 সলে
*মৃত্যু - 2 February 2022 সালে


6. সম্প্রতি 'ইন্ডিগো'-এর নতুন ম্যানেজিং ডাইরেক্টর কে হয়েছেন?
  • রাহুল ভাটিয়া
  • প্রতীক সিনহা
  • এম জগদেশ
  • বিক্রম তেনেজা

উত্তরঃ রাহুল ভাটিয়া
*প্রতিষ্ঠাকাল - ২০০৫
*প্রধান কোম্পানি - ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড
*প্রধান কার্যালয় - গুরুগ্রাম, ভারত


7. সম্প্রতি কোন ব্যাঙ্ককে "কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি" পুরস্কার দেওয়া হয়েছে?
  • এসবিআই
  • ইয়েস ব্যাঙ্ক
  • কর্ণাটক ব্যাঙ্ক
  • পিএনবি ব্যাংক

উত্তরঃ কর্ণাটক ব্যাঙ্ক
*প্রধানকার্যাল - Mangaluru, Karnataka, India
*চেয়ারম্যান - P. Pradeep Kumar


8. সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগ, হিসাব নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব কে পেয়েছেন?
  • সোনালী সিং
  • মনোজ পান্ডে
  • যোগেশ কুমার জোশী
  • নিতিন গড়কারী

উত্তরঃ সোনালী সিং
*দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রধান - নির্মলা সীতারামান


9. 'গোল্ডেন বয় নীরজ চোপড়া' বইটি কে লিখেছেন?
  • অশ্বিনী রায়
  • শিবাঙ্ক জোশী
  • নবদীপ সিং গিল
  • নীরজ চোপড়া

উত্তরঃ নবদীপ সিং গিল
*নীরজ চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)।
*তিনিই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন
*অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জয়ী প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ।


10. সম্প্রতি 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি' কে উন্মোচন করেছেন?
  • রাজনাথ সিং
  • অমিত শাহ
  • নরেন্দ্র মোদী
  • হার্শ্বধান যাদব

উত্তরঃ নরেন্দ্র মোদী
*রামানুজাচার্যর ১০০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে শনিবার তাঁর ২১৬ ফুট উঁচু মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
*সেই মূর্তির নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অব ইকুয়ালিটি’ (Statue of Equality)।
*তেলেঙ্গানায় হায়দরাবাদের (Hyderabad) নিকটস্থ সামশাবাদে ৪৫ একর জমিতে এই মূর্তি নির্মাণ করা হয়।
*এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিটিং স্ট্যাচু।


5th February Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন