Daily Bengali Current Affairs |
সহায়িকা
নমস্কার বন্ধুরা,
প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।
6th February Bengali Current Affairs || ৬ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স
- পেরু
- মরক্কো
- সিরিয়া
- সুদান
উত্তরঃ পেরু
*রাজধানী - লিমা
*সরকারি ভাষা - Spanish
*উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব বরাবর আন্দিস পর্বতমালা রয়েছে।
*মুদ্রা - Nuevo Sol
- অস্ট্রেলিয়া
- ইংল্যান্ড
- ভারত
- বাংলাদেশ
উত্তরঃ ভারত
*প্রথম টুর্নামেন্ট - ১৯৮৮ অস্ট্রেলিয়া (জয়ী)
*বর্তমান চ্যাম্পিয়ন - ভারত (৫ম শিরোপা)
*প্রতিযোগিতার সেরা খেলোয়াড় - দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস।
- সুনীল ছেত্রী
- সন্দেশ ঝিংগান
- অনিরুধ থাপা
- বিক্রম মাজিঠিয়া
উত্তরঃ সুনীল ছেত্রী
*বর্তমান ক্লাব - বেঙ্গালুরু
*জার্সি নম্বর - ১১
*ভারতের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২৬ ম্যাচে ৮১টি গোল করেছেন।
- ফেসবুক
- টুইটার
- ইনস্টাগ্রাম
- পিন্টারেস্ট
উত্তরঃ ইনস্টাগ্রাম
*মূল উদ্ভাবক - কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার
*Developer - Meta Platforms
- 92 বছর
- 94 বছর
- 96 বছর
- 97 বছর
উত্তরঃ 92 বছর
*ভারতরত্ন পুরস্কার ২০০১
*পদ্মবিভূষণ ১৯৯৯
*দাদাসাহেব ফালকে পুরস্কার ১৯৮৯
*পদ্মভূষণ (১৯৬৯)
*১৯৭৪ সালে সব চেয়ে বেশি সংখ্যক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অফ রেকর্ডে তাঁর নাম ওঠে।
- সুভাম কুমার
- প্রতীক সিনহা
- এম জগদেশ
- দুর্গাবাই ব্যাম
উত্তরঃ দুর্গাবাই ব্যাম
- প্রথম স্থান
- দ্বিতীয় স্থান
- তৃতীয় স্থান
- চতুর্থ স্থান
উত্তরঃ চতুর্থ স্থান
*ICC এর পুরো নাম - International Cricket Council
*গঠিত -১৫ জুন ১৯০৯
*সদরদপ্তর - সংযুক্ত আরব আমিরাত দুবাই।
*সদস্যপদ - ১০৬ টি সদস্য
*চেয়ারম্যান - গ্রেগ বার্কলে
*ডেপুটি চেয়ারম্যান - ইমরান খাজা
*প্রধান নির্বাহী কর্মকর্তা - জিওফ অ্যালার্ডিস
- অস্ট্রেলিয়া
- ইংল্যান্ড
- ওয়েস্ট ইন্ডিজ
- নিউজিল্যান্ড
উত্তরঃ ইংল্যান্ড
*ইংল্যান্ডের রাজধানী - লন্ডন
*প্রধানমন্ত্রী - বরিস জনসন
*মুদ্রা - পাউন্ড
- আকাশ কানসাল
- শিবাঙ্ক জোশী
- নবদীপ সিং গিল
- চেতন ভাগৎ
উত্তরঃ আকাশ কানসাল
- অ্যান্টনি জাকরা
- আদোভা হাসান
- জুলিয়াস স্টান্ডফোর্ড
- থেরেসে জোহাগ
উত্তরঃ থেরেসে জোহাগ
*থেরেসে জোহাগ - নরওয়ের আথলিট।
*ন্যাশনাল ক্রস-কান্ট্রি সেন্টারে 15-কিলোমিটার
*33 বছর বয়সী জোহগ, 14-বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তিনবার অলিম্পিক পদক বিজয়ী।