8th February Bengali Current Affairs || ৮ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা
নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

8th February Bengali Current Affairs || ৮ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
  • বিরাট কোহলি
  • অক্ষয় কুমার
  • অমিতাভ বচ্চন
  • সোনু সুদ

উত্তরঃ অক্ষয় কুমার
*স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর - অমিতাভ বচ্চন
*‘Make in India’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর - পিরুজ খাম্বাত্তা
*শাহরুখ খান যে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর - পশ্চিমবঙ্গ
*ডিজিটাল ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার - মাস্টার তিওয়ারি।
*ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL) এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার - মেরি কম


2. সম্প্রতি কোন রাজ্য সরকার মেয়েদের জন্য একটি আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে?
  • ওড়িশা
  • মহারাষ্ট্র
  • কর্ণাটক
  • পশ্চিমবঙ্গ

উত্তরঃ কর্ণাটক
*রাজ্যটির আদি নাম ছিল মহীশূর রাজ্য।
*১৯৭৩ সালে রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক।
*রাজধানী - বেঙ্গালুরু
*কর্ণাটক এর জেলা -৩১টি
*রাজ্যপাল - বাজুভাই বালা
*মুখ্যমন্ত্রী - বি এস ইয়েদুরাপ্পা


3. সম্প্রতি JNU-এর প্রথম মহিলা উপাচার্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
  • সন্দেশ মিশ্র
  • শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত
  • প্রতিমা থাপা
  • রোহিনী সিং

উত্তরঃ শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত
*স্থাপিত - ২২ এপ্রিল ১৯৬৯
*বর্তমান আচার্য - ভি কে সারস্বত


4. সম্প্রতি কোন রাজ্যের সাতটি গ্রাম সংসদ আদর্শ গ্রাম যোজনার অধীনে শীর্ষস্থান অর্জন করেছে?
  • কেরালা
  • কর্ণাটক
  • পশ্চিমবঙ্গ
  • তেলেঙ্গানা

উত্তরঃ তেলেঙ্গানা
*২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে, ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।
*রাজধানী ও বৃহত্তম শহর - হায়দ্রাবাদ
*রাজ্যপাল -তামিলিসাই সৌন্দরারাজন
*মুখ্যমন্ত্রী - কে. চন্দ্রশেখর রাও


5. সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ক্রিস্টোস সার্টজেটাকিস মারা গেছেন?
  • সুদান
  • গ্রীস
  • মরক্কো
  • কিউবা

উত্তরঃ গ্রীস
*রাজধানী - এথেন্স
*রাস্ট্রপতি - Prokopis Pavlopoulos
*প্রধানমন্ত্রী - Kyriakos Mitsotakis MP
*১৯৮১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
*১৯৫১ সাল থেকে ন্যাটো এর সদস্য।
*১৯৬০ সাল থেকে ওইসিডি-এর সদস্য হিসেবে আছে।


6. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে 4000 টেলিকম টাওয়ার স্থাপনের ঘোষণা করেছে?
  • ওড়িশা
  • পাঞ্জাব
  • হরিয়ানা
  • উত্তর প্রদেশ

উত্তরঃ ওড়িশা
*রাজ্যের রাজধানী - ভুবনেশ্বর
*জেলা - ৩০
*রাজ্যপাল - গণেশী লাল
*মুখ্য মন্ত্রী - নবীন পট্টনায়ক


7. সম্প্রতি CII কোন ব্যাঙ্ককে DX 2021 পুরস্কার প্রদান করেছে?
  • BOB
  • ইয়েস ব্যাঙ্ক
  • SBI
  • কর্ণাটক ব্যাঙ্ক

উত্তরঃ কর্ণাটক ব্যাঙ্ক


8. কোন দেশ কোভিড-১৯-এর বিরুদ্ধে ডিএনএ ভ্যাকসিন তৈরিতে প্রথম দেশ হয়েছে?
  • অস্ট্রেলিয়া
  • ইংল্যান্ড
  • ভারত
  • আমেরিকা

উত্তরঃ ভারত
*কোভিড-১৯ উৎপত্তি স্থান - উহান শহর, চীন।
*বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০১৯-২০২০ সালে করোনাভাইরাস এর আক্রমণকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।


9. সম্প্রতি কোন দেশ '2022 AFC মহিলা এশিয়ান কাপ' শিরোপা জিতেছে?
  • জাপান
  • রাশিয়া
  • দক্ষিণ কোরিয়া
  • চীন

উত্তরঃ চীন
*2022 AFC Women's Asian Cup এ বছর ২০তম প্রতিযোগিতা।
*চ্যাম্পিয়ন দল - চীন (৯ম শিরোপা)
*রানার আপ - দক্ষিণ কোরিয়া
*তৃতীয় স্থান - জাপান, ফিলিপাইন


10. সম্প্রতি ভারত সরকার কোন রাজ্যের তিনটি স্থানের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে?
  • রাজস্থান
  • মধ্যপ্রদেশ
  • উত্তরপ্রদেশ
  • বিহার

উত্তরঃ মধ্যপ্রদেশ
*রাজ্যের রাজধানী - ভোপাল
*রাজ্যপাল - লালজি ট্যান্ডন
*মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান
*২০০০ সালের আগে, যখন ছত্তিশগড় মধ্য প্রদেশের অন্তর্গত ছিল, তখন মধ্য প্রদেশ ছিল ভারতের বৃহত্তম রাজ্য।
*ঘুঘুয়া জাতীয় উদ্যান ভারতবর্ষের একমাত্র জীবাশ্ম পার্ক মধ্যপ্রদেশে অবস্তিত।


7th February Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন