9th February Bengali Current Affairs || ৯ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Bengali Current Affairs

সহায়িকা
নমস্কার বন্ধুরা,

প্রতিদিনের মতো আজও sahayika.in Bengali Current Affairs নিয়ে হাজির হয়েছে। যে কোন চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তোমাদের জন্য রোজ বাংলা ভাষায় কারেন্ট অ্যাফের্স নিয়ে হাজির হই। আশা করছি আমাদের এই কারেন্ট অ্যাফের্স গুলো তোমাদের উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সমস্ত আপডেট গুলো সবার আগে পেতে আমাদের হোয়াটস্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না।

আমাদের হোয়াটস্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে উপরের Join বোতাম গুলোতে ক্লিক করতে পারো কিংবা সরাসরি আমাদের হোয়াটস্যাপ করতে পারো 7865821194 নাম্বারে।

আমরা গত বহু বছর ধরেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনলাইন মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস, প্রেকটিস সেটস, চাকরির খবরাখবর ও আপডেটস নিরলস ভাবে প্রদান করে চলেছি।

সামনেই Railway Group D, NTPC 2nd Phase পরীক্ষা তাই আর দেরী না করে জোর কদমে নিজের নিজের প্রস্তুতি শুরু করে দেও। এছাড়াও যারা WBP Constable Mains, WBP SI Mains, PSC, SSC বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করতে পারো আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে।

9th February Bengali Current Affairs || ৯ই ফেব্রুয়ারি ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

1. নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কত সালে অবসর নেবে?
  • 2028 সালে
  • 2029 সালে
  • 2035 সালে
  • 2031 সালে

উত্তরঃ 2031 সালে
*সম্পূর্ণ নাম - National Aeronautics and Space Administration
*গঠিত -২৯ জুলাই ১৯৫৮
*সদর দপ্তর - ওয়াশিংটন, ডি.সি.
*চিনের মহাকাশ স্টেশন 2022 কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে যার নাম - Tiangong space station.


2. ভারতের কোন skier, Winter Olympics উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে?
  • সঞ্জীব মেহতা
  • মো. আরিফ খান
  • রোহিত মিশ্র
  • অমিতাভ সিং

উত্তরঃ মো. আরিফ খান
*অলিম্পিকের পতাকায় সবুজ বৃত্তটি অস্ট্রেলিয়া মহাদেশের প্রতীক।
*২০২৬ শীতকালীন অলিম্পিক আয়োজক দেশ হলো - ইতালি


3. সম্প্রতি 'বিক্রম সারাভাই স্পেস সেন্টার'-এর নতুন পরিচালক কে হয়েছেন?
  • ডাঃউন্নীকৃষ্ণান নায়ার
  • সন্দেশ মিশ্র
  • এম জগদীশ কুমার
  • আরতি নারায়ণ

উত্তরঃ ডাঃ উন্নীকৃষ্ণান
*বিক্রম সারাভাই স্পেস সেন্টার তৈরি হয়েছে - 21 November 1963
*প্রধান কার্যালয় - Thiruvananthapuram, Kerala
*বিক্রম সারাভাই কে ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয়।


4. সম্প্রতি কোন রাজ্য সরকার লতা মঙ্গেশকর পুরস্কার ঘোষণা করেছে?
  • মধ্যপ্রদেশ
  • কর্ণাটক
  • কেরালা
  • তেলেঙ্গানা

উত্তরঃ মধ্যপ্রদেশ
*লতা মঙ্গেশকর ভারতরত্ন পুরস্কার ২০০১
*পদ্মবিভূষণ ১৯৯৯
*দাদাসাহেব ফালকে পুরস্কার ১৯৮৯
*পদ্মভূষণ (১৯৬৯)
*ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার।
*১৯৭৪ সালে সব চেয়ে বেশি সংখ্যক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অফ রেকর্ডে তাঁর নাম ওঠে।


5. আর রাজামোহন সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন?
  • লেখক
  • গায়ক
  • পরিচালক
  • জ্যোতির্বিজ্ঞানী

উত্তরঃ জ্যোতির্বিজ্ঞানী


6. "রথ সপ্তমী উৎসব" কোথায় পালিত হয়েছে?
  • অন্ধ্রপ্রদেশ
  • তেলেঙ্গানা
  • কর্ণাটক
  • গোয়া

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ
*প্রতিষ্ঠা - ২ জুন ২০১৪
*রাজধানী - হায়দ্রাবাদ , (অমরাবতী প্রস্তাবিত)
*জেলা -১৩টি
*রাজ্যপাল - বিশ্বভূষণ হরিচন্দন
*মুখ্যমন্ত্রী - ওয়াই এস জগনমোহন রেড্ডি


7. সম্প্রতি মানব পাচার রোধে কে দেশব্যাপী 'AAHT Operation' চালু করেছে?
  • বিএসএফ
  • দিল্লি পুলিশ
  • RPF
  • কলকাতা পুলিশ

উত্তরঃ RPF
*RPF এর সম্পূর্ণ নাম - Railway Protection Force
* RPF গঠন এর সময় - 2 July, 1872
*প্রধান কার্যালয় - New Delhi, India
*Agency executive - Sanjay Chandar


8. সম্প্রতি কোন দেশের ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল অবসরের ঘোষণা দিয়েছেন?
  • অস্ট্রেলিয়া
  • শ্রীলঙ্কা
  • ওয়েস্ট ইন্ডিজ
  • নিউজিল্যান্ড

উত্তরঃ শ্রীলঙ্কা
*রাজধানী - শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে (প্রশাসনিক) , কলম্বো (বাণিজ্যিক)
*রাষ্ট্রপতি - গোতাবায়া রাজাপক্ষ
*প্রধানমন্ত্রী - মহিন্দ রাজাপক্ষ


9. সম্প্রতি প্রকাশিত ফোর্বস রিপোর্ট অনুযায়ী এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে হয়েছেন?
  • গৌতম আদানি
  • মুকেশ আম্বানি
  • রতন টাটা
  • রাকেশ মিত্তাল

উত্তরঃ গৌতম আদানি
*ফোর্বস (Forbes) হল যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন প্রকাশনা সংস্থা।
* নিউ ইয়র্ক সিটিতে ফোর্বসের সদর দপ্তর
*প্রথম প্রকাশীত হয় - ১৯১৭ সালে


10. সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া প্রেস ফ্রিডম রিপোর্ট 2021-এ কে শীর্ষে আছে?
  • রাজস্থান
  • জম্মু ও কাশ্মীর
  • উত্তরপ্রদেশ
  • বিহার

উত্তরঃ জম্মু ও কাশ্মীর
*জম্মু ও কাশ্মীর (কেন্দ্রশাসিত অঞ্চল), কাশ্মীরের একটি উপঅঞ্চল যা ২০১৯ সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারত দ্বারা শাসিত হচ্ছে
*জম্মু ও কাশ্মীর (রাজ্য), কাশ্মীরের একটি উপঅঞ্চল যা ১৯৫৪ থেকে ২০১৯ পর্যন্ত রাজ্য হিসেবে ভারত দ্বারা শাসিত হয়


8th February Bengali Current Affairs

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন