West Bengal Public Service Commission WBPSC-র মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে

West Bengal Public Service Commission (WBPSC) Latest Job News

WBPSC Latest Recruitment 2022

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুখবর অবশেষে West Bengal Public Service Commission (WBPSC)-র মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নীচে এই বিজ্ঞপ্তি সম্পর্কে দেওয়া হল। আবেদন করার পূর্বে সমস্ত কিছু ভালোভাবে জেনে এবং বুঝে নিবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন শুরু :  07-02-2022
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ এবং সময় : 27-02-2022 (12-00 মধ্যরাত পর্যন্ত)
  • অনলাইন ফি প্রদানের শেষ তারিখ এবং সময় : 27-02-2022 (12-00 মধ্যরাত পর্যন্ত)
  • অফলাইন চালান তৈরির শেষ তারিখ : 27-02-2022
  • চালানের মাধ্যমে অর্থ প্রদানের শেষ তারিখ (ব্যাংকের কাজের সময়): 28-02-2022
  • আবেদন পত্র সংশোধন তারিখ ও সময় : 8 ই মার্চ, 2022 থেকে 14 ই মার্চ, 2022 পর্যন্ত (12-00 মধ্যরাত পর্যন্ত)

পদের নাম : 

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস 2022

বেতন : 

56100টাকা থেকে 144300টাকা

মোট শূন্যপদ : 

36 [নতুন শূন্যপদ - 29 এবং ব্যাকলগ শূন্যপদ - 07]

যোগ্যতা :

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ডিগ্রি
  • অথবা "ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া" এর সদস্য হতে হবে
  • অথবা “ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকান্ট্যান্টস অফ ইন্ডিয়া” এর সদস্য হতে হবে
  • অথবা MBA/PGDM (ফাইনান্স)
  • অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত 2 (দুই) বছরের পূর্ণ-সময়ের নিয়মিত কোর্সের অধীনে ফিনান্সে সমতুল্য স্নাতকোত্তর ডিগ্রি।

আবেদন মূল্য :

  • আবেদনের জন্য 210 টাকা ফি প্রদান করতে হবে।
  • SC, ST, প্রতিবন্ধী ব্যক্তি (PwD) এর জন্য কোন ফি লাগবে না।

বয়স সীমা :

  • 01-01-2021 অনুযায়ী বয়স হতে হবে 36 বছরের মধ্যে।
  • সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।

Official Notification


Official Website

SSC CHSL Recruitment উচ্চমাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারের একাধিক পদে নিয়োগ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন