SSC CHSL Recruitment 2022 |
SSC CHSL Recruitment 2021-2022
Combined Higher Secondary Level Examination এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একাধিক পদে নিয়োগ হতে চলেছে। উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একাধিক পদে নিয়োগ চলছে। বিস্তারিত নীচে দেওয়া হল
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইনে আবেদন চলবে : 01-02-2022 to 07-03-2022
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ এবং সময় : 07-03-2022 (23:00)
- অনলাইন ফি প্রদানের শেষ তারিখ এবং সময় : 08-03-2022 (23:00)
- অফলাইন চালান তৈরির শেষ তারিখ এবং সময় : 09-03-2022 (23:00)
- চালানের মাধ্যমে অর্থ প্রদানের শেষ তারিখ (ব্যাংকের কাজের সময়): 10-03-2022
- আবেদন পত্র সংশোধন এবং সংশোধনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময় : 11-03-2022 to 15-03-2022 (23:00)
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সময়সূচী (টায়ার-I) : May, 2022
- টায়ার-II পরীক্ষার তারিখ (ডেসক্রিপটিভ পেপার) : পরে জানানো হবে
মোট শূন্যপদ :
ঘোষণা করা হয়নি, সম্ভাব্য শূন্যপদ দেখতে Click Here
যোগ্যতা :
- LDC/ JSA, PA/ SA, DEO (C&AG তে DEO ব্যতীত): প্রার্থীদের অবশ্যই থাকতে হবে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- কম্পট্রোলার অফিসে ডেটা এন্ট্রি অপারেটরের (DEO গ্রেড 'A') জন্য এবং ভারতের অডিটর জেনারেল (সিএন্ডএজি): বিজ্ঞান স্ট্রিমে উচ্চমাধ্যমিক পাস সঙ্গে একটি বিষয় হিসাবে গণিত থাকতে হবে।
- প্রার্থীদের অবশ্যই অনলাইন আবেদনের শেষ তারিখ অর্থাৎ 07-03-2022 বা তার আগের তারিখ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদন মূল্য :
- আবেদনের জন্য 100 টাকা ফি প্রদান করতে হবে।
- মহিলা প্রার্থী, SC, ST, প্রতিবন্ধী ব্যক্তি (PwD) এবং প্রাক্তন সৈনিক (ESM) এর জন্য কোন ফি লাগবে না।
বয়স সীমা :
- 01-01-2022 অনুযায়ী বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে।
- সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
Official Notification
Apply Link
West Bengal Public Service Commission WBPSC-র মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে