SSC CHSL 2022 Admit Card and Exam Date Announced

 SSC CHSL 2022 Admit Card || SSC CHSL Exam Date 2022-23 || Know Your Status Combined Higher Secondary (10+2) Level Examination (Tier-I), 2022

SSC CHSL 2022 Admit Card and Exam Date Announced
Combined Higher Secondary (10+2) Level Examination (Tier-I), 2022

নমস্কার বন্ধুরা,

তোমরা যারা SSC CHSL 2022 Examination এর জন্য আবেদন করেছিল তাদের জন্য Staff Selection Commission এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকে তোমরা অনলাইনে নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবে। কীভাবে নিজেদের SSC CHSL 2022 এর আবেদনের স্ট্যাটাস চেক করবে তা নীচে দেওয়া হল এবং Direct link ও নীচে দেওয়া হল।


How to Know Your Status of Combined Higher Secondary (10+2) Level Examination (Tier-I), 2022


Step 1- Staff Selection Commission এর Eastern Region এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।




Step 2- Admit Card অপশনে ক্লিক করুন। যদি আপনি পেজটি মোবাইলে খুলেন তবে মোবাইলের স্ক্রিনের বাঁদিকে তিনটি লাইন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন তবে Admit Card অপশনটি পেয়ে যাবেন।


Step 3- SSC CHSL অপশনে ক্লিক করুন।


Step 4- Know Your Status of Combined Higher Secondary (10+2) Level Examination (Tier-I), 2022 অপশনে ক্লিক করুন।


Step 5- এরপরে যে পেজটি খুলবে সেখানে নিজের SSC-র রেজিস্ট্রেশন নম্বর অথবা নাম এবং জন্ম তারিখ দিয়ে NEXT এ ক্লিক করুন, তারপরে OK তে ক্লিক করুন। আপনার পরীক্ষার সময়, তারিখ, এবং কোন শহরে পরীক্ষা হবে সমস্ত কিছু দেখিয়ে দিবে।

Step 6- যখন আপনার Admit Card Issue হয়ে যাবে তখন আপনার পরীক্ষার রোল নম্বরটি হাইলাইট হয়ে যাবে, সেখানে ক্লিক করলেই আপনার Admit টি Download করতে পারবেন।

সকল পরীক্ষার্থীদের Shayika.in/ সহায়িকা-র পক্ষ থেকে শুভেচ্ছা।

SSC CHSL 2022 Admit Card Link


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন