Staff Selection Commission MTS General Knowledge Question Answer PDF in Bengali Part-2
SSC MTS General Knowledge Question Answer PDF in Bengali |
নমস্কার বন্ধুরা,
আজকেও আমরা তোমাদের জন্য Staff Selection Commsiion এর MTS Havildar পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু General Knowledge Question Answer নিয়ে হাজির হয়েছি। MTS পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই প্রশ্ন গুলো বাছাই করা হয়েছে তাই আশা করছি SSC MTS General Knowledge Qustion Answer PDF টি তোমাদের উপকারে আসবে।
SSC MTS General Knowledge Question Answer
১) কল্পসূত্র গ্রন্থের লেখক কে?
উঃ ভদ্রবাহু।
২) বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন?
উঃ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
৩) কোন শহরকে পূর্বে ইন্দ্রপ্রস্থ নামে জানা যেত?
উঃ দিল্লীকে।
৪) বঙ্গদেশের প্রাচীন নাম কী ছিল?
উঃ গৌড়।
৫) অভিজ্ঞান শকুন্তলম কার লেখা?
উঃ কালিদাস।
৬) ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছিলেন?
উঃ ভিনসেন্ট স্মিথ।
৭) ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
উঃ কাশ্মীরের উলার হ্রদ।
৮) মাউন্ট আবু কোন রাজ্যে অবস্থিত?
উঃ রাজস্থান।
৯) হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উঃ ওড়িশা।
১০) ভারতের মশলার বাগান বলে কোন রাজ্য কে?
উঃ কেরালা।
১১) আরশোলার শ্বাস অঙ্গ কি?
উঃ ট্রাকিয়া।
১২) ধানের বিজ্ঞানসম্মত নাম কি?
উঃ ওরাইজা স্যাটাইভা।
১৩) সর্বাপেক্ষা মন্থরগামী স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উঃ শ্লথ।
১৪) মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
উঃ যকৃৎ।
১৫) মানুষের করোটিয় স্নায়ুর সংখ্যা কত?
উঃ ১২ জোড়া।
১৬) আলোর তীব্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা
হয়?
উঃ Photometer/ ফটোমিটার।
১৭) পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরনের মান কত?
উঃ শূন্য।
১৮) জিপসাম কিসে ব্যবহৃত হয়?
উঃ প্লাস্টার অব প্যারিস।
১৯) বিশাখাপত্তনম কিসের জন্য বিখ্যাত?
উঃ জাহাজ নির্মাণ।
২০) রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
উঃ সি বি দেশমুখ।
২১) অর্থ কমিশন কে গঠন করেন?
উঃ রাষ্ট্রপতি।
২২) কত বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করা হয়।
উঃ ৫ বছর।
২৩) কোলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬২ সালে।
২৪) ভারতের সংবিধানে মোট কতগুলি তালিকা আছে?
উঃ ১২ টি।
২৫) USB র পুরো কথাটি কি?
উঃ Universal Serial Bus.