SSC MTS Important GK Question Answer in Bengali

 Staff Selection Commission MTS Important General Knowledge Question Answer in Bengali

SSC MTS Important GK Question Answer in Bengali
SSC MTS General Awareness

নমস্কার বন্ধুরা,

যে সব বন্ধুরা SSC MTS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। স্টাফ সিলেকশন কমিশনের MTS-এর সিলেবাসকে মাথায় রেখে এই প্রশ্নোত্তর গুলো বাছাই করা হয়েছে। আশা করছি প্রশ্নোত্তর গুলো তোমাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


SSC MTS Important GK Question Answer in Bengali

১) ‘জামবুগহোদা বন্যপ্রানী সংরক্ষন ‘ ভারতের কোন রাজ্যে আছে?
=> গুজরাট।

২) অ- ভারতীয় নাগরিক হিসেবে নেলসন ম্যান্ডলা কত সালে ভারতরত্ন পান?
=> 1990 ।

৩) মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
=> আসাম।

৪) নেপালের কারেন্সির নাম কী?
=> রুপি।

৫) মানব দেহের কোন অঙ্গে খাদ্যবস্তু সর্বাধিক শোষিত হয়?
=> ক্ষুদ্রান্ত্র

৬) ভারতের প্রথম লোকোমোটিভ-লেস ট্রেনের নাম কি?
=> ট্রেন 18 ।

৭) কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে?
=> ভিটামিন কে।

৮) দুধ থেকে কী পাওয়া যায়?
=> ল্যাকটোজ।

৯) মহেশ্বেতা দেবী কত সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার পান?
=> 1997 ।

১০) ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?
=> দেরাদুন।

১১) শুষ্ক অঞ্চলে সৃষ্ট গিরিখাত কে কি বলা হয়?
=> ক্যানিয়ন।

১২) ‘লাখ বাহোসি অভয়ারন্য ‘ ভারতের কোন রাজ্যে আছে?
=> উত্তপ্রদেশ।

১৩) অকালি আন্দোলন কোন সালে শুরু হয়?
=> 1920 সালে।

১৪) কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে?
=> বাণভট্ট।

১৫) নোবেল শান্তি জয়ী কৈলাস সত্যার্থী জন্মসূত্রে কোন রাজ্যের বাসিন্দা?
=> মধ্যপ্রদেশ।

১৬) কে ইতিহাসের জনক’ নামে পরিচিত?
=> গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

১৭) ‘সাতপুরা জাতীয় উদ্যান’ কোন রাজ্যে অবস্থিত?
=> মধ্যপ্রদেশ।

১৮) ভারতের কোথায় প্রথম রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছিল?
=> জামশেদপুর।

১৯) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
=> আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

২০) কোন ভারতীয় স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে সবচেয়ে পরিদর্শিত স্থান ঘোষণা করেছে
ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (WBR)?
=> গোল্ডেন টেম্পেল।

২১) গোরা উপন্যাসটির লেখক কে?
=> রবীন্দ্রনাথ ঠাকুর।

২২) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
=> 1817 খ্রিস্টাব্দে।

২৩) কত সালে ভারতে ‘পরিবেশ সুরক্ষা আইন’ পাশ হয়?
=> 1986 ।

২৪) সবুজ বিপ্লবে কোন ফসলের উৎপাদনে সর্বোচ্চ উন্নতি হয়?
=> গম।

২৫) কার্বনের কোন বহুরুপ কে কঠিন লুব্রিক্যান্ড হিসেবে ব্যবহৃত হয়?
=> গ্রাফাইট।

২৬) পর্তুগীজরা ভারতের কোন স্থানে তাদের প্রথম দুর্গ স্থাপন করে?
=> কোচিন।

২৭) কোন গ্রন্থি থেকে পিত্তরশ নি:সৃত হয়?
=> যকৃৎ।

২৮) কত সালে ভারতে ‘বায়ু দূষন নিয়ন্ত্রন আইন’ পাশ হয়?
=> 1981 ।

২৯) কিলোওয়েট কীসের একক?
=> ক্ষমতা।

৩০) কমলালেবু তে কোন ভিটামিন থাকে?
=> ভিটামিন সি।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন