WBCS 2023 Full Notification - WBCS Syllabus and Exam Pattern etc in Bengali
WBCS 2023 Full Notification |
নমস্কার বন্ধুরা,
আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের জন্য আরো একটি সুখবর নিয়ে আজ আমরা হাজির হয়ে গেছি। West Bengal Public Service Commission এর পক্ষ থেকে অবশেষে WBCS 2023 Full Notification পাবলিশ করা হয়েছে। এছাড়াও WBPSC-র তরফ থেকে WBCS Syllabus and Exam Pattern সংক্রান্ত নোটিফিকেশনও পাবলিশ করা হয়েছে।
West Bengal Civil Service Exam 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, বয়সসীমা, পরীক্ষার সিলেবাস, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
কোন কোন গ্রুপে কি কি পদ আছে এবং কত বেতন?
গ্রুপ-A:
- ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ; Pay Level: 16 (56,100-1,44,300)
- অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস; Pay Level: 16 (56,100-1,44,300)
- ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস; Pay Level: 16 (56,100-1,44,300)
- ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস; Pay Level: 16 (56,100-1,44,300)
- ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস; Pay Level: 16 (56,100-1,44,300)
- ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস; Pay Level: 16 (56,100-1,44,300)
গ্রুপ-B:
- ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস; Pay Level: 16 (56,100-1,44,300)
গ্রুপ-C:
- সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল সুপারিন্টেনডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম; Pay Level: 15 (42,600-1,09,800)
- জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার; Pay Level: 14 (39,900-1,02,800)
- ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস; Pay Level: 14 (39,900-1,02,800)
- ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস; Pay Level: 14 (39,900-1,02,800)
- ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস; Pay Level: 14 (39,900-1,02,800)
- অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার; Pay Level: 14 (39,900-1,02,800)
- জয়েন্ট রেজিস্ট্রার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন, কনজিউমার অ্যাফেয়ার্স দফতর; Pay Level: 14 (39,900-1,02,800)
- অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার; Pay Level: 12 (35,800-92,100)
- চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস; Pay Level: 12 (35,800-92,100)
গ্রুপ-D:
- ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটি; Pay Level: 10 (32,100-82,900)
- পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার; Pay Level: 10 (32,100-82,900)
- রিহ্যাবিলিটেশন অফিসার; Pay Level: 10 (32,100-82,900)
আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা
WBCS পরীক্ষায় বসার জন্য অবশ্যই তোমাদের স্নাতক/ BA পাস হতে হবে এছাড়াও বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
আবেদনের সময় সীমা
আবেদন শুরু- 28/02/2023 তারিখ থেকে WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করার শেষ তারিখ- 21/03/2023 তারিখ।
আবেদনের বয়স সীমা
01/01/2023 হিসেবে বয়সের হিসেব করা হবে এবং বয়সের প্রমাণ পত্র হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাসের সার্টিফিকেট গ্রহণ করা হবে। Group-A এবং Group-C পদের আবেদনের বয়স সীমা 21 থেকে 36 বছর। Group B পদের জন্য আবেদনের বয়স সীমা 20 থেকে 36 বছর। Group-D পদের জন্য আবেদনের বয়স সীমা 21 থেকে 39 বছর।
আবেদন মূল্য
WBCS 2023-এ আবেদনের জন্য 210 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তফশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের জন্য কোনো টাকা দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি
প্রথমেWBCS Preliminary পরীক্ষা হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা WBCS Mains পরীক্ষায় বসতে পারবে এবং সব শেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষার সিলেবাস
এখানে সংক্ষিপ্ত আকারে সিলেবাসটি দেওয়া হল WBCS Full Syllabus এর লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে – ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলির কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় ইতিহাস, ভারতের ভূগোলের, পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্ব, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, জেনারেল মেন্টাল এবিলিটি। এর প্রত্যেকটিতে 25 নম্বর করে মোট 200 নম্বর থাকবে।
WBCS 2023 Preliminary পরীক্ষা কেন্দ্র
কলকাতা (11), বারুইপুর (12), ডায়মন্ড হারবার (13), ব্যারাকপুর (14), বারাসাত (15), হাওড়া (16), চুঁচুড়া (17), বর্ধমান (18), দুর্গাপুর (19), মেদিনীপুর (20), তমলুক (21), বাঁকুড়া (22), পুরুলিয়া (23), ঝাড়গ্রাম (24), সিউড়ি (25), কৃষ্ণনগর (26), বহরমপুর (27), মালদহ (28), বেলুড় ঘাট (29), রায়গঞ্জ (30), জলপাইগুড়ি (31), আলিপুরদুয়ার (32), কোচবিহার (33), শিলিগুড়ি (34), কালিম্পং (35) এবং দার্জিলিং (36)