WB TET 2023 Provisional Answer Key Has Been Released by The West Bengal Board of Primary Education
WB TET 2023 Answer Key |
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, Teacher Eligibility Test (TET) 2023 এর সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। যারা এই পরীক্ষা দিয়েছিলেন যেটি 24 এ ডিসেম্বর 2023 সালে অনুষ্ঠিত হয়েছিল তারা এই উত্তরপত্রের সঙ্গে নিজেদের উত্তর গুলো মিলিয়ে নিতে পারেন।
কোন পরীক্ষার্থীর যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রদত্ত উত্তর ভুল বলে মনে হয় তবে অবশ্যই ওই উত্তরের পরিপ্রেক্ষিতে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর জন্য পোর্টাল খোলা থাকবে 10/05/2024 তারিখ থেকে 09/06/2024 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজের উত্তরের সাপেক্ষে প্রমাণ সহ অভিযোগ জানাতে হবে। অভিযোগ জানানোর জন্য প্রশ্ন প্রতি 500 টাকা করে পেমেন্ট করতে হবে।
TET 2023 Provisional Answer Key Click Here