রেলওয়ে গ্রুপ D অনলাইন মক টেস্ট পর্ব-5

শেয়ার করুন:

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

আজ আমরা রেলওয়ে গ্রুপ ডি অনলাইন মক টেস্ট পর্ব-5 এর আয়োজন করেছি। Railway Group D পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 25 টি প্রশ্ন নিয়ে এই অনলাইন মক টেস্টটি তৈরি করা হয়েছে। রেলওয়ে পরীক্ষার সিলেবাসকে নজরে রেখে এই মক টেস্ট গুলো তৈরি করা হয়।

আরো এই ধরনের অনলাইন মক টেস্ট জিকে কুইজ এবং চাকরির খবরাখবর পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন। রেলওয়ে ছাড়াও যারা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তারাও এই অনলাইন মক টেস্ট গুলোতে অংশগ্রহণ করতে পারো।

 

Free Online Mock Test
www.sahayika.in
মোট প্রশ্নের সংখ্যা: 25 টি
মোট সময়: 23 মিনিট
প্রতিটি সঠিক উত্তরের জন্য: 3 নম্বর দেওয়া হবে
প্রতিটি ভুল উত্তরের জন্য: 1 নম্বর কাটা হবে
মক টেস্টে অংশগ্রহণ করতে নীচে নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে Start Mock Test বোতামে ক্লিক করুন

যে পাঁচ জন সবার প্রথমে সর্বোচ্চ নম্বর পাবে তাদের নাম নীচে দেখানো হবে।

Name Phone Number
পাঁচ জন সর্বোচ্চ নম্বর প্রাপকের তালিকা
নাম প্রাপ্ত নম্বর
  • 1. ANANDA CHAKRABORTY
75 Points
  • 2. ANANDA CHAKRABORTY
71 Points
  • 3. Akash
71 Points
  • 4. Ratan Das
67 Points
  • 5. Mou
50 Points
শেয়ার করুন:

Leave a Reply