RPF Constable Free Online Mock Test in Bengali
RPF Constable Mock Test in Bengali
তোমরা যারা Railway Protection Force Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য আমাদের এই RPF Constable Free Online Mock Test in Bengali সিরিজটি শুরু করা হয়েছে। এখানে তোমরা বিনামূল্যে RPF Online Mock Test গুলোতে অংশগ্রহণ করতে পারবে। এই মক টেস্ট গুলো RPF Constable পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। সমস্ত মক টেস্ট গুলো RPF Constable পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছে।
Railway Protection Force Constable Free Mock Test
Railway Protection Force Constable Free Mock Test এ অংশগ্রহণ করা অত্যন্ত সহজ। তোমরা এই মক টেস্ট গুলো তোমাদের মোবাইল ফোন থেকেও দিতে পারবে। তোমরা যেই মক টেস্টে অংশগ্রহণ করবে সেই মক টেস্টের ওপরে ক্লিক করলেই মক টেস্টের পেজটি খুলে যাবে। সেখানে তোমরা তোমাদের নাম এবং মোবাইল নম্বর দিয়ে Start Mock Test বোতামে ক্লিক করলেই RPF Mock Test টি শুরু হয়ে যাবে।
Free Mock Test for RPF Constable
এই Free Online Mock Test গুলোতেও RPF Constable পরীক্ষার মতোই প্রতিটি ঠিক উত্তরের জন্য তোমরা নম্বর পাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের নম্বর কাটা যাবে এবং মক টেস্টের শেষে তোমরা তোমাদের নম্বর দেখতে পাবে। বাংলায় অন্য ফ্রি মক টেস্টে তোমরা এই ধরনের ব্যবস্থা পাবে না।
RPF Constable Bengali Mock Test
আমাদের RPF Mock Test গুলোর নীচে পাঁচজন সর্বোচ্চ নম্বর প্রাপকের নাম তোমরা দেখতে পাবে। মক টেস্টের শেষে তোমরা মক টেস্টের সমস্ত প্রশ্ন গুলো এক সাথে দেখতে পাবে। সেখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর গুলো দেওয়া থাকবে এবং তোমরা কোন উত্তরটি দিয়েছো সেটাও দেখতে পাবে।
Railway Protection Force Constable Mock Test Free
তোমরা আমাদের এই ‘RPF Constable Free Online Mock Test in Bengali’ সিরিজের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে পারবে নিজের বাড়িতে বসেই। নিজের মোবাইল ফোনের মাধ্যমেই এর জন্য তোমাদের কোনো কম্পিউটারেরও প্রয়োজন নেই।
Railway Protection Force Constable Mock Test in Bengali
আরো এই ধরনের RPF Constable Free Online Mock Test in Bengali সম্পূর্ণ বিনামূল্যে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করে রাখতে পারো। RPF Constable Free Online Mock Test ছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল থেকে বিভিন্ন চাকরির খবর গুলোও পেয়ে যাবে এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার Previous Year Questions, Study Material PDF ও পেয়ে যাবে বিনামূল্যে।
RPF Constable Syllabus
Railway Protection Force Constable পরীক্ষায় মোট 120 টি প্রশ্ন থাকবে। 120 টি প্রশ্নের জন্য মোট সময় থাকবে 90 মিনিট। RPF Constable পরীক্ষায় Basic Arithmetic থেকে প্রশ্ন থাকবে মোট 35 টি, General Awareness থেকে প্রশ্ন থাকবে 50 টি, General Intelligence and Reasoning Ability থেকে প্রশ্ন থাকবে মোট 35 টি। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে।
Basic Arithmetic থেকে যে সমস্ত টপিক থাকবে Number systems, Data Interpretation, Ratio and Proportion, Mensuration, Speed Time & Distance, Time and Work, Algebra, Simple and Compound Interest, Averages, Percentages, Relationships Between Numbers, Profit and Loss, Fundamental Arithmetical Operations ইত্যাদি।
General Awareness থেকে যে সমস্ত টপিক থাকবে Current Affairs, General Knowledge, Indian Railways, Science & Technology, Indian Constitution, Economic and Social Development, Books and Authors, Art and Culture, Sports, Miscellaneous ইত্যাদি।
General Intelligence and Reasoning Ability থেকে যে সমস্ত টপিক থাকবে Analogies, Classification, Series, Coding-Decoding, Puzzles & Seating Arrangement, Blood Relations, Directions and Distances, Ranking and Order, Venn Diagrams, Syllogism, Mathematical Operations, Number and Alphabetical Series, Data Sufficiency, Decision Making, Statements and Conclusions, Critical Reasoning, Mirror and Water Images, Embedded Figures, Paper Cutting and Folding ইত্যাদি।
RPF Constable Online Mock Test in Bengali
আমাদের Rail Police Constable Mock Test গুলোতেও উপরিউক্ত সিলেবাসের ভিত্তিতেই প্রশ্ন প্রস্তুত করা হয়। আমাদের এই Rail Police Constable Mock Test গুলোতেও General Awareness, General Intelligence and Reasoning Ability, Basic Arithmetic থেকেই গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন বাছাই করে প্রস্তুত করা হয়। আশা করছি আমাদের এই RPF Constable Mock Test গুলো তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে।
Railway Protection Force Constable Mock Test Qualities
- আমাদের এই RPF Mock Test গুলোতে অংশগ্রহণ করা অত্যন্ত সহজ।
- আমাদের RPF Constable Mock Test গুলোতে Latest Current Affairs থেকে প্রশ্ন দেওয়া হয়।
- এর জন্য কোন ধরনের কোন খাতা পেনের প্রয়োজন নেই ব্যাতিক্রম অঙ্ক এবং রিজনিং এর ক্ষেত্রে।
- আমাদের এই Online Mock Test গুলো যে কোনো সময় যে কোনো যায়গা থেকে দেওয়া যেতে পারে শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের প্রয়োজন।
- আমাদের এই RPF Constable Free Online Mock Test গুলোতে অংশগ্রহণ করে নিজের পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করতে পারবে।
How to Participate in RPF Constable Mock Test
স্টেপ 1: RPF Constable Free Online Mock Test এ অংশগ্রহণ করতে যে কোনো একটি পর্বে ক্লিক করুন এর পরে আপনার সামনে RPF Constable এর Bengali Free Online Mock Test এর পেজটি খুলে যাবে। এরপরে একটু নীচে স্ক্রল করলে দুটি বক্স দেখতে পাবেন সেখানে নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে Start Mock Test অপশনে ক্লিক করুন। নীচে ছবি দেওয়া হল

স্টেপ 2: এরপরের স্ক্রিনে আপনার সামনে প্রথম প্রশ্নটি আসবে এবং সাথে চারটি অপশন থাকবে সেখান থেকে আপনাকে সঠিক উত্তরটিতে ক্লিক করতে হবে। যদি উত্তর সঠিক হয় তবে আপনি সঠিক উত্তরের নম্বর পাবেনন এবং ভুল উত্তর দিলে নম্বর কাটা যাবে যেমনটা আসল পরীক্ষায় হয়ে থাকে।
আপনি যদি কোনো একটি অপশনে ক্লিক করে দিয়ে থাকেন এবং পরে ভাবেন যে উত্তরটি ভুল হয়েছে কিংবা উত্তরটি দিতে না চান তবে Deselect Answer এ ক্লিক করতে পারেন এবং এবং প্রশ্নটির উত্তর না দিয়ে পরের প্রশ্নে যেতে পারেন। Next অপশনে ক্লিক করে পরের অপশনে যেতে পারবেন এবং Previous অপশনে ক্লিক করে আগের প্রশ্নে যেতে পারবেন। নীচে আপনি কত নম্বর প্রশ্নে রয়েছেন সেটি দেখতে পাবেন। আর ডান দিকে কোণায় আপনার মক টেস্টের জন্য অবশিষ্ট সময় দেখতে পাবেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে মক টেস্টটি নিজে নিজেই সাবমিট হয়ে যাবে। নীচে ছবিটি দেখুন।

স্টেপ 3: Railway Protection Force Constable Mock Test-এর শেষ প্রশ্নে পৌছে গেলে Submit অপশন পাবেন সেখানে ক্লিক করে মক টেস্টটি সাবমিট হবে এবং সার্ভার আপনার ফলাফল যাচাই করতে কিছুটা সময় নিবে। এবং তারপরে আপনি আপনার ফলাফল দেখতে পাবেন। নীচে ছবি দেওয়া হল

স্টেপ 4: এর পরে আপনি Railway Protection Force Constable Mock Test এর ফলাফল দেখতে পাবেন কত নম্বরে মধ্যে কত নম্বর পেয়েছেন, মোট কত গুলো প্রশ্ন ছিল, আপনি মোট কত গুলো উত্তর দিয়েছেন, আপনি কত গুলো সঠিক উত্তর দিয়েছেন, কত গুলো ভুল উত্তর দিয়েছেন, আপনার মোট কত সময় লেগেছে মক টেস্টটি সম্পূর্ণ করতে, নীচে আপনি মক টেস্টের সমস্ত প্রশ্ন উত্তর গুলো দেখতে পাবেন এবং তারও নীচে পাঁচজন সর্বোচ্চ নম্বর প্রাপকে নাম এবং নম্বর দেখতে পাবেন।
