RRB NTPC অনলাইন মক টেস্ট পর্ব 2

শেয়ার করুন:

সহায়িকা

নমস্কার বন্ধুরা,

আজকে আমরা তোমাদের জন্য RRB NTPC অনলাইন মক টেস্ট পর্ব 2 এর আয়োজন করেছি। RRB NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন দিয়ে আজকের এই অনলাইন মক টেস্টটি তৈরি করা হয়েছে যার মধ্যে যার মধ্যে 6 টি প্রশ্ন রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এর, 6 টি প্রশ্ন রয়েছে অঙ্কের এবং 8 টি প্রশ্ন রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। রেলওয়ে NTPC পরীক্ষার সিলেবাসকে মাথায় রেখে এই মক টেস্ট গুলি তৈরি করা হয়।

আরো এই ধরনের অনলাইন মক টেস্ট জিকে কুইজ এবং চাকরির খবরাখবর পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন। রেলওয়ে ছাড়াও যারা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তারাও এই অনলাইন মক টেস্ট গুলোতে অংশগ্রহণ করতে পারো।

00:18:00
Free Online Mock Test
www.sahayika.in
মোট প্রশ্নের সংখ্যা: 20 টি
মোট সময়: 18 মিনিট
প্রতিটি সঠিক উত্তরের জন্য: 1 নম্বর দেওয়া হবে
তিনটি ভুল উত্তরের জন্য: 1 নম্বর কাটা হবে
মক টেস্টে অংশগ্রহণ করতে নীচে নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে Start Mock Test বোতামে ক্লিক করুন

যে পাঁচ জন সবার প্রথমে সর্বোচ্চ নম্বর পাবে তাদের নাম নীচে দেখানো হবে।

Name Phone Number
পাঁচ জন সর্বোচ্চ নম্বর প্রাপকের তালিকা
নাম প্রাপ্ত নম্বর
  • 1. samir paramanaya
18.6666 Points
  • 2. samir paramanaya
15.9998 Points
  • 3. samir paramanaya
11.9996 Points
  • 4. S GHOSH
10.333 Points
  • 5. Nilanjan
9.3328 Points
শেয়ার করুন:

Leave a Reply